কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাঠে নামার আগে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪১
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪১

(প্রিয়.কম) আগামী ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মূল লড়াইয়ের আগে আজ বৃহস্পতিবার বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠে নেমেছে মুশফিকুর রহিমের দল। প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ।

ইনিংসের গোড়াপত্তন করতে তামিম ইকবালের সঙ্গে মাঠে নেমেছিলেন সৌম্য সরকার। প্রথম বলেই বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন তামিম। চার ওভার শেষে দলের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান।

দক্ষিণ আফ্রিকা সফর যে কোনো দলের জন্যই কঠিন পরীক্ষা। প্রায় দেড় মাসের (৪৩ দিন) সফরে মুশফিক-মাহমুদউল্লাহদেরও যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিক যথেষ্ট আত্মবিশ্বাসী। মুশফিকের কণ্ঠে, ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টেস্ট সিরিজ শুরুর আগে এই প্রস্তুতি ম্যাচটা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। 

প্রস্তুতি ম্যাচ শেষে পচেফস্ট্রুমে দুই ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ব্লোয়েমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ছয় অক্টোবর। টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। পার্লে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ইস্ট লন্ডনে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি।

সবশেষে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন সাকিব-তামিমরা। ব্লোয়েমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। আর পচেফস্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ‍শুভাশিস রায়।

দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

প্রিয় স্পোর্টস/আশরাফ