কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ফাইল ছবি

আদর্শবান মানুষদের রাজনীতিতে আসা উচিত: শিল্পমন্ত্রী

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৭, ১৮:১৫
আপডেট: ২১ অক্টোবর ২০১৭, ১৮:১৫

(প্রিয়.কম) সৎ ও আদর্শবান মানুষদের রাজনীতিতে আসার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

২১ অক্টোবর শনিবার ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম খলিফার শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ আহবান জানান। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এ শোক ও স্মরণ সভার আয়োজন করে।

তিনি বলেন, যাদের মধ্যে সততা ও আদর্শ রয়েছে তারাই সুস্থ্য ধারার রাজনীতি করতে পারেন। সৎ ও আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে। তাহলেই সুন্দর সমাজ বিনির্মাণ হবে। সমাজে গ্রহণযোগ্য রাজনৈতিকের কখনো মৃত্যু হয় না।  

আমির হোসেন আমু বলেন, নূরুল ইসলাম খলিফা একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন বলেই তাকে সবাই মৃত্যুর পরেও মনে রেখেছেন। ঝালকাঠিতে প্রবীন রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম একজন। 

তিনি আরও বলেন, সামাজে অনেক ভাল মানুষ রয়েছেন, তাদের রাজনীতিতে আসতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে এবং উন্নয়ন হবে। 

এর আগে শিল্পমন্ত্রী ঝালকাঠি শহরের কয়েকটি সড়কের উদ্বোধন করেন। ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ সড়কগুলো নির্মাণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির বক্তব্য রাখেন।

প্রিয় সংবাদ/শান্ত