কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আউট হয়ে মাঠ ছাড়ছেন ড্যারেন স্যামি। ছবি: প্রিয়.কম

‘আমি এমন অধিনায়ক, যে কখনও হাল ছাড়ে না’

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ১৮:৪০
আপডেট: ১৮ নভেম্বর ২০১৭, ১৮:৪০

(প্রিয়.কম) পুরো জাতির স্বপ্নের বোঝা বইতে জানেন তিনি। দুই-দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা প্রমাণ করেছেন ড্যারেন স্যামি। উইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন এই বিচক্ষণ অধিনায়ক। ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতেও অধিনায়ক স্যামির বিশেষ কদর। তাই তো গত আসরের মতো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) স্যামির অধিনায়কত্বে ভরসা রেখেছে রাজশাহী কিংস।

যদিও এবারের বিপিএলে সময়টা ভাল যাচ্ছে না স্যামির। বাংলাদেশে এসে অনুশীলনের প্রথমদিনই পেয়েছেন চোট। শুধু ব্যাটিংই করেছন, এখন পর্যন্ত একটি ওভারও বল করা হয়নি। তবে এরচেয়ে বড় হতাশার জায়গা দলের পারফরম্যান্স। ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলে ফেলেছে বিপিএলের বর্তমান রানার আপরা। কিন্তু জয় পেয়েছে মাত্র দুটিতে। তবে কি দিক হারিয়ে ফেলেছে রাজশাহী? 

তেমনটি মনে করেন না ড্যারেন স্যামি। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের ঢাকা ডায়মাইটসের বিপক্ষে ৬৮ রানের ব্যবধানে ম্যাচ হারের পর স্যামি জানালেন, তিনি এমন অধিনায়ক নন যে হাল ছেড়ে দেবেন। 

ছয় ম্যাচের চারটিতে হার। পয়েন্ট টেবিলে নিচের দিকে অবস্থান রাজশাহীর। বাকি ছয় ম্যাচ দিয়ে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে পারবে তো রাজশাহী? স্যামি বললেন, ‘আমি এমন অধিনায়ক, যে কখনও হাল ছাড়ে না। আমি ছেলেদের মনে করিয়ে দিয়েছি যে, গত বিপিএলের মাঝপথেও আমরা টেবিলের তলানিতে পড়ে ছিলাম। তারপরও আমরা দুই নম্বরে থেকে লিগ শেষ করেছি।’

স্যামির বিশ্বাস এবারও তেমন কিছু করে দেখাতে পারবে তার দল। ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, ‘এবারও তেমন কিছু করা সম্ভব। তবে এর জন্য দরকার দলীয় প্রচেষ্টা ও যথাযথ মনোভাব। সবচেয়ে বড় কথা হল উইকেটে গিয়ে আমাদের পারফর্ম করতে হবে। এই মুহূর্তে আমরা তিন ফরম্যাটেই বাজে খেলছি। এখান থেকে দ্রুত বের হয়ে আসতে হবে। না হলে সেরা চারে যাওয়া সম্ভব হবে না।’

ঢাকার বিপক্ষে সেভাবে লড়তেই পারেনি তিন বিদেশি নিয়ে মাঠে নামা রাজশাহী। ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৩ রানেই থেমে যায় তারা। এ পথে কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতিকে কারণ হিসেবে দেখছেন স্যামি। বলছেন, ‘আজ আমাদের দুটি পরিবর্তন ছিল। আমাদের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ সামি ও কেসরিক উইলিয়ামস ফিট ছিল না। আবার ক্যাচও মিস হয়েছে। যার খেসারত দিতে হয়েছে আমাদের।’

আগের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৫১ রানের হার না মানা ইনিংস খেলা জাকির হাসান ঢাকার বিপক্ষেও করেছেন ৩৬ রান। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ব্যাটিং মনে ধরেছে স্যামির। রাজশাহী অধিনায়ক বললেন, ‘সে দারুণ করছে। আমি তাকে অনুশীলনে যেমন দেখেছি ম্যাচেও তেমন দেখছি। সে নিয়মিত ভাল করছে। আমি যে ভয়ডরহীন ক্রিকেট খেলতে সবাইকে উদ্বুদ্ধ করি, সে সেটাই খেলেছে। এখন হোক আর পরে হোক, সে বড় দলের হয়ে খেলবে বলে আমার মনেহয়।’