কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা

জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : খালেদা

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৩১
আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৩১

(প্রিয়.কম) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতকে বলেন, ‘এ মামলার কোনো কিছুর সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না। প্রয়োজন হলে আমি কাগজপত্র সরবরাহ করব।’

২৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীবকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতরে প্রশ্নের জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। এ মামলার তদন্ত কর্মকর্তা ‘সরকারের আজ্ঞাবহ হয়ে’ তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য ও প্রতিবেদন উপস্থাপন করেছেন বলে সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি।

বিএনপি-প্রধান বলেন, ‘হারুন অর রশীদের নিরপেক্ষ অনুসন্ধান ও তদন্ত করার মতো নৈতিক কোনো মনোবল ছিল না। সরকারের আজ্ঞাবহ হয়ে তাদের নির্দেশিত মতে আমার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন।’

তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ আগে থেকে ক্ষিপ্ত ছিলেন জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘এই মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ ২০০৫ সালে দুদক থেকে চাকরিচ্যুত হন। এ কারণে তিনি আমাদের ওপর ক্ষিপ্ত ছিলেন। তারই ফলশ্রুতিতে আমাদের বিরুদ্ধে তাঁকে কাজে লাগানোর জন্য বেছে নেওয়া হয়। এই কর্মকর্তা বিরাগের বশবর্তী হয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী আমার বিরুদ্ধে অনুসন্ধান করেন ও তদন্ত প্রতিবেদন দেন। জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। অথচ এই কর্মকর্তা আমার নামে মিথ্যা মামলা ও মিথ্যা জবানবন্দি দিয়েছেন।’

পরে খালেদা জিয়ার জামিন স্থায়ীকরণের আবদেন নাকচ করে দিয়ে ৩০ নভেম্বর মামলা দু’টির আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এবং ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

প্রিয় সংবাদ