কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান। ছবি: প্রিয়.কম

‘আমি বলিনি ২-০ ব্যবধানে হারাব’

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৭, ১৯:৪৪
আপডেট: ৩০ আগস্ট ২০১৭, ১৯:৪৪

(প্রিয়.কম) বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফলাফলটা কেমন হতে পারে? বাংলাদেশ কোচ চান্দিকা হাতুরুসিংহে অনেক আগেই বলে দিয়েছিলেন, স্কোরলাইনটা ২-০ দেখতে চান তিনি। কোচের কথার পুনরাবৃত্তি করেছেন সাকিব আল হাসানও। তার মতে, এটা সম্ভব। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।

কথার লড়াই শেষে মাঠেও গড়িয়েছে খেলা। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের কুলীন শক্তিকে হারানোর পর এদিন আবারও সংবাদ সম্মেলনে উঠে এলো ২-০ ব্যবধানে সিরিজ হারানোর সেই প্রসঙ্গ। এদিনের এই সংবাদ সম্মেলনে এ নিয়ে অবশ্য একটা সংশোধনী দিয়েছেন।

এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আপনারা হয়তো ওকে (অজি অধিনায়ক স্টিভেন স্মিথ) বলেছেন, সাকিব বলে গেছে দুই টেস্টই জিতবে বাংলাদেশ। আমি বলেছি, দুই টেস্টই জেতা সম্ভব। মিসলিড হলে আসলে সমস্যা হয়ে যায়। কেউ বলতে পারবে না ওদের ২-০ ব্যবধানে হারাব। তবে সম্ভাবনার কথা বলা যায়। আমরাও ওদের হারাতে পারি, ওরা আমাদের হারাতে পারে।’

যদিও এখন আর অস্ট্রেলিয়ার পক্ষে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানো সম্ভব নয়। তবে বাংলাদেশ পারবে। আর সেটি করতে হলে চট্টগ্রামেও জয়ের ধারাবাহিকতা রাখতে হবে। আশাবাদী সাকিব বললেন, ‘চেষ্টা তো থাকবে যেন জিততে পারি, ওজন্যই খেলব। নাও হতে পার, আবার ভালোভাবেও জিততে পারি। যেখানে ভালো করেছি, সেটা আরও উন্নত করতে পারি। আর যেখানে খারাপ করেছি, সেটা থেকে যেন শিক্ষা নিতে পারি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং, বোলিং সবকিছুতেই সাকিব ছিলেন আগ্রাসী। মাঠে সিনিয়র ক্রিকেটার হিসেবে তার ভূমিকা ছিল প্রশংসানীয়। অনন্য সাকিব নিজের আগ্রাসন নিয়ে বলেছেন, ‘আগ্রাসন অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে এটা অনেক কঠিন। আমি চাই, সবার যেন এই সাহস থাকে। দলের জন্য ইতিবাচক মনোভাব থাকলে দলের জন্য ভালো হবে। সব সময় হয়তো এটাতে কাজে দেবে না, কিন্তু বেশির ভাগ সময়ই সফল হব।’

প্রিয় স্পোর্টস/কামরুল