কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেট সিক্সার্সের পরামর্শক পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিস। ছবি: বিসিবি

তরুণদের পথ দেখাতে সিলেট সিক্সার্সে ওয়াকার ইউনিস

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ২০:৪৯
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ২০:৪৯

(প্রিয়.কম) সিলেট সিক্সার্সে ওয়াকার ইউনিসের দায়িত্বটা পরামর্শক হিসেবে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতে একজন পরামর্শকের দায়িত্ব ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার অবশ্য নিজের কাজ সম্পর্কে পরিস্কার। জানিয়েছেন, সিলেট দলের তরুণদের নিয়েই তার অভিযান।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে সিলেট দলের সঙ্গে নিজের কাজ নিয়ে খোলাখুলি আলোচনা করেন। তিনি বলেন, ‘সিলেট দলের কিছুটা সাহায্য দরকার। আমি সেটাই করার চেষ্টা করছি। বিশেষ করে ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের জন্য কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আমি এই কাজে (পরামর্শক) দীর্ঘদিন ধরে আছি। সবধরনের টি-টোয়েন্টি লিগেও কাজ করেছি। আমি জানি এসব প্রতিযোগিতায় কি করতে হয়।’

সিলেট দলের কাঠামো নিয়ে সন্তুষ্ট ওয়াকার ইউনিস। কিন্তু সাম্প্রতিক ইনজুরি ভাবাচ্ছে তাকে। এ প্রসঙ্গে বললেন, ‘আমাদের অভিজ্ঞ বোলিং লাইন আপ আছে। আমরা দলে টিম ব্রেসনান ও লিয়াম প্লাঙ্কেটকে পেয়েছি। তারা আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ। কিছু তরুণ মেধাবী ক্রিকেটারও আছে। বিশেষ করে বাংলাদেশের আবুল হাসান রাজুর কথা না বললেই নয়। আমরা তিনটি ম্যাচ জিতে টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিলাম। কিন্তু দূর্ভাগ্যজনিতভাবে ইনজুরি আমাদের জয়রথ থামিয়ে দিয়েছে।’

তবে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আশাবাদী সোমবারের ম্যাচ দিয়ে আবারও পুরনোরূপে ফিরবে সিলেট সিক্সার্স। পরামর্শক হিসেবে দলের ছোট ছোট ভুলগুলো শুধরিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নাসির হোসেন-আবুল হাসান রাজুদের সাহায্য করতে চান।