কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এইচটিসির সর্বশেষ ফ্ল্যাগশিপ ইউ১১। ছবি: দ্য ভার্জ

গুগলের সাথে চুক্তির পর আরও একটি স্মার্টফোন বের করবে এইচটিসি

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১

(প্রিয়.কম) গুগল ১.১ বিলিয়ন মার্কিন ডলারে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির সাথে একটি চুক্তি করেছে। ফলশ্রুতিতে এইচটিসির স্মার্টফোন ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং টিমের বড় একটি অংশ এখন থেকে গুগলে কাজ করবে। গুগল-এইচটিসির এই চুক্তির ব্যাপারে তেমন কোন তথ্য এখনও প্রকাশ হয়নি। তবে এ চুক্তির পর এইচটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা আরও একটি স্মার্টফোন বাজারে ছাড়বে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই চুক্তি এইচটিসির চলমান ব্রান্ড স্মার্টফোন কৌশলকে সমর্থন করে। এই চুক্তি এইচটিসির পণ্যগুলোর ভাবমূর্তি উন্নত করবে। ফোনগুলোর পরিবেশনা এবং প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিও সুদৃঢ় হবে। এইচটিসিতে মেধাবী সব প্রকৌশলীরা কাজ করেন এবং তারা পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নিয়েও কাজ করছেন।’

এইচটিসি গত কয়েক মাস ধরে লোকসানে ছিল। গুগল প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করার পর এটি নতুন করে সাফল্যের মুখ দেখতে পারে। গুগলের সাথে এইচটিসির এই চুক্তি পুরোপুরি সম্পন্ন হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। সে পর্যন্ত এইচটিসি যে নতুন আরও একটি স্মার্টফোন বাজারে ছাড়বে তা স্বাভাবিকই।

সূত্র: দ্য ভার্জ 

প্রিয় টেক/মিজান