কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবি: সংগৃহীত

বিরতির সময়টা কীভাবে কাটাবেন সাকিব?

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৫
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৫

(প্রিয়.কম) টেস্ট ক্রিকেট থেকে তিন মাসের বিশ্রাম পাচ্ছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে দেখা যাবে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে। যে বিশ্রামের জন্য এতোকিছু, সেই সময়টা কীভাবে ব্যয় করবেন বিশ্বসেরা অলরাউন্ডার? সাকিব জানালেন, সময়টা দেবেন পরিবার ও বন্ধু-বান্ধবকে।

মঙ্গলবার বনানীর নিজ বাসস্থানে এক সংবাদ সম্মেলনে বাঁ-হাতি এই অলরাউন্ডার বলেন, ‘সময়টা কীভাবে কাজে লাগাবো তা এখনও জানি না। তবে হ্যা, পরিবারকে সময় দেওয়া তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া হবে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হবে।‘

ক্লান্তির কারণে ছয় মাস সাদা পোশাকের টেস্ট ফরম্যাট থেকে বিরতি চেয়েছিলেন সাকিব। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে মোট চারটি টেস্ট ম্যাচে তাকে পাওয়া যেত না।কিন্তু ছয় মাসের ছুটি মেলেনি তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন মাসের বিরতি মঞ্জুর করেছে। অর্থাৎ, শুধুমাত্র প্রোটিয়াদের বিপক্ষেই টেস্টে থাকছেন না তিনি।

সাকিবের মতে, ক্রিকেট থেকে মাঝেমধ্যে দূরে থাকা প্রয়োজন। তাতে করে মাঠে ফিরে আরও ভাল কিছু করার আগ্রহ থাকে। যদিও সীমিত ওভারের ক্রিকেটের কারণে মাঠের বাইরে যাওয়া হচ্ছে না সাকিবের। বলছেন, ‘মাঝেমধ্যে ক্রিকেট থেকে বাইরে থাকা খুবই জরুরী। চেষ্টা থাকবে যত বেশি বাইরে থাকতে পারি। যেহেতু ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, সেটির প্রস্তুতিও শুরু করব। কিন্তু কয়েকদিন পর।’

প্রিয় স্পোর্টস/শান্ত মাহমুদ