কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন। ছবি: ফ্যান্টাসি ডট কম থেকে সংগৃহীত।

জেনে নিন কোথায় কেমন হিজাব পরবেন...

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪০
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪০

(প্রিয়.কম) সময়ের সাথে তাল মিলিয়ে হিজাব পরার স্টাইলে যোগ হচ্ছে রকমারি ফ্যাশন। আধুনিক হাল ফ্যাশনের তরুণীদের পোশাকে যোগ হচ্ছে হিজাবের নতুনত্ব। একজন নারীর আভিজাত্য,মার্জিত বোধ এবং রুচিশিলতার প্রকাশও খুঁজে পাওয়া যায় তার হিজাব পরার স্টাইল থেকে। হিজাব এখন কেবল মুসলিম সম্প্রদায়ের নারীরদের পর্দার উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে না বরংচ সকল সম্প্রদায়ের যেকোনো বয়সের নারীরাই ফ্যাশন হিসেবে হিজাব পরছেন। এতে করে যেমন ট্রেন্ডি ফ্যাশনের দিক দিয়ে এদিয়ে থাকা যায় আবার তেমনি নানা রকম ধুলাবালি থেকেও সুরক্ষা পাওয়া যায়। প্রাতিদিনের কিছু সময় উপযোগী হিজাব পরার স্টাইল নিয়ে আজ আমাদের আয়োজন। যা আপনি খুবই অল্প সময়ের মধ্যেই পরেনিতে পারেন।

সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন। ছবি: ফুসটানি ডট কম থেকে সংগৃহীত। 

দিনের শুরুতে হিজাব

খুব সকালে আপনি চাইলে মাথার উপর এভাবে পেঁচিয়ে হিজাব পরতে পারেন। এতে করে আপনার মধ্যে ক্যাজুয়াল লুকটা ফুটে উঠবে। এর সাথে চাইলে পছন্দের তালিকায় ফুলহাতার টপস রাখতে পারেন।

সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন। ছবি: ফুসটানি ডট কম থেকে সংগৃহীত। 

সন্ধ্যা কিংবা রাতের পার্টি

সন্ধ্যাকালীন অনুষ্ঠানগুলোতে পোশাকের খানিকটা ঝলমলে ভাব থাকা চাই। এই সময়ে হিজাবটাও পরতে হবে বেশ পরিপাটি ভাবে।

সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন। ছবি: ফুসটানি ডট কম থেকে সংগৃহীত। 

হাস্যজ্জল সমুদ্র সৈকতে হিজাব

সমুদ্দুরে বেড়াতে যাবেন? অবশ্যই ভারি জুতা পরিহার করে স্পঞ্জ কিংবা চপ্পল পরে নিন। আর যদি ঘুরতে গিয়ে কাফতান অথবা ঢোলা পোশাক পরেন তাহলে হিজাবটাও পরে নিতে পারেন এরকম আরাম দায়ক ভঙ্গিতে। এতে করে আপনাকে আরো ফুরফুরে দেখাবে।

সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন। ছবি: ফুসটানি ডট কম থেকে সংগৃহীত। 

অ্যাডভেঞ্চারে বের হচ্ছেন ?

আপনার অ্যাডভেঞ্চারের সময় ফ্যাশেনেবল হিজাব আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। অ্যাডভেঞ্চারাস সময়ে জিন্স, টি-শার্ট এবং স্পোর্টসের পোশাকের সাথে মানানসই হিজাব আপনার স্টাইলে আনবে নতুনত্ব।

সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন। ছবি:ফুসটানি ডট কম থেকে সংগৃহীত। 

শহুরে ভাব

এ ক্ষেত্রে আপনি আপনার ট্রেন্ডি পোশাকের সাথে পরতে পারেন ট্রেন্ডি স্টাইলের হিজাব। এর সাথে চোখে সানগ্লাস থাকলে আপনার লুকটা আরও ফেন্সি হয়ে উঠবে।

সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন। ছবি:ফুসটানি ডট কম থেকে সংগৃহীত। 

এদিক সেদিক ঘুরে বেড়ানো

আপনার শহরের মার্কেটে কেনাকাটা করতে অথবা কোনো বিশেষ রেস্টুরেন্টে খেতে যাবেন। তখন চেহারার মিষ্টি স্নিগ্ধ ভাবটা ধরে রাখতে লম্বা কোনো পশাকের সাথে এরকম মিষ্টি স্টাইলে হিজাব পরে নিতে পারেন।

সূত্র: ফুসটানি ডট কম।

প্রিয়  ফ্যাশন/গোরা