কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। ফাইল ছবি

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৭, ১১:৫২
আপডেট: ১৫ নভেম্বর ২০১৭, ১১:৫২

(প্রিয়.কম) পবিত্র আখেরী চাহার সোম্বা আজ। ১৫ নভেম্বর বুধবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপিত হবে।

ইসলামী ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, এ উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৫টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। এতে ওয়াজ করবেন ঢাকার নারিন্দাস্থ দারুল উলুম আহছানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন।

এর আগে গত ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

সভায় ১৫ নভেম্বর (২৫ সফর ১৪৩৯ হিজরী) ‘আখেরী চাহার সোম্বা’র বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় জানানো হয়, শুক্রবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। 

ফলে ২১ অক্টোবর শনিবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে জানান জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সদস্যরা নিশ্চিত করেন আগামী ২২ অক্টোবর রোববার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। 

প্রিয় সংবাদ/শিরিন