কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরীমণি। ছবি: সংগৃহীত।

ইতিহাস বলে প্রেম সাহসীদের জন্য: পরীমণি

গোলাম রাব্বানী
ফিচার এডিটর
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৪১
আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৪১

(প্রিয়.কম) ব্যস্ত শহর। হাজারো স্বপ্নের ভিড়। বেঁচে থাকার শ্রমের ঘ্রাণে আমরা হারাতে বসেছি আমাদের জীবনের নানান অনুষঙ্গ। দিনকে দিন মানুষ অনেক বেশি ডিজিটাল সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে নিজেদেরই অজান্তে। ডিজিটাল ওয়ার্ল্ডের সম্পর্ক আর সম্পর্ক তৈরির মাধ্যমগুলোরও নানান নতুন ভাষাভঙ্গি আছে। ডিজিটাল সম্পর্কে ‘চ্যাট’ বা ‘চ্যাটিং’ একটি অতি পরিচিত নাম। প্রেমিক তার প্রেমিকার সঙ্গে, বাবা তার সন্তানের সঙ্গে, বন্ধু তার বন্ধুর সঙ্গে, বস তার স্টাফের সঙ্গে, ভাই তার বোনের সঙ্গে- নানান ধরনের চ্যাটিং করে থাকেন। কিন্তু সেলিব্রেটি আর সাংবাদিকদের সঙ্গে কেমন চ্যাটিং হতে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের নতুন আয়োজন ‘চ্যাটবক্স’। চ্যাট বক্সে আমাদের আজকের অতিথি চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। চ্যাটিংয়ে যাওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক পরীকে। 

১৯৯২ সালের ২৪ অক্টোবর বরিশাল নানা বাড়িতে জন্মগ্রহণ করেন শামসুন্নাহার স্মৃতি। যিনি পরবর্তীতে পরীমণি নামে পরিচিত হন সবার কাছে। ছোটবেলায় মা সালমা সুলতানাকে হারানোর পর পরী বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে, এসএসসি পর্যন্ত বরিশালেই পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন। ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাটি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’, ‘পুড়ে যায় মন’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘রক্ত’, ‘আপন মানুষ’, ‘সোনাবন্ধু’সহ বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে তার। এছাড়াও ‘অন্তর জ্বালা’, ‘ইনোসেন্ট লাভ’ ‘স্বপ্ন জ্বাল’, ‘নদীর বুকে চাঁদ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ প্রায় এক ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। 

নভেম্বর ৭, ২০১৭ 

প্রিয়.কম: শুভ সকাল...

পরীমণি: শুভ সকাল। হারিয়ে যায় মানুষজন...

প্রিয়.কম: না হারাইনি। সম্পর্ক কখনো হারায় না। হারায় শুধু সময় আর বাস্তবতা। হারায় রঙ। কেমন আছেন বলেন...

পরীমণি: হাই থটের কথাবার্তা। 

প্রিয়.কম: হা হা হা...শুনুন আমার কিছু প্রশ্ন ছিল। যদি উত্তর দেন তাহলে চ্যাটবক্সে কথা বলতে পারি আমরা। 

পরীমণি: হুম, অবশ্যই ...

প্রিয়.কম: তাহলে চ্যাট শুরু করা যাক...

পরীমণি: এখনই? 

প্রিয়.কম: এখন ব্যস্ত হলে পরেও হতে পারে। 

পরীমণি: রাতে... 

প্রিয়.কম: হুম, হতে পারে। 

রাত ১০টা ৪৫ মিনিট

প্রিয়.কম: স্মৃতি নামটা কার রাখা বাবা না মা'র...

পরীমণি: বাবা 

প্রিয়.কম: মেয়েরা নাকি বাবা ভক্ত হয়। বাবার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল। 

পরীমণি: বাবাকে নিয়ে কি অনেক প্রশ্ন করবেন? আচ্ছা আমার একটা লেখা দেই বাবাকে নিয়ে। অনেক উত্তর পেয়ে যাবেন আশা করি। আসলে বাবা নিয়ে বলতে গেলে, এখন গলা ব্যথা করছে। 

প্রিয়.কম: সরি। আর বাবা নিয়ে কথা নয়। বরং আমরা এই জোছনা রাতে গান শুনতে পারি জোছনা করেছে আড়ি। শুনেছেন? 

পরীমণি: ওয়েট, এখনই শুনে নিচ্ছি ইউটিউব থেকে। 

[শোনার পর] 

পরীমণি: হি হি হি, জোছনা কিন্তু আমার বাড়ি আসে। গানটা আমার সাথে বেমানান একদম। 

প্রিয়.কম: হুম, আপনি তো আসলে পরী, জোছনার হাট তো আপনার বাড়িতেই হবে। আপনার প্রোফাইল পিকটা কি ‘স্বপ্নজাল’ ছবির দৃশ্য? 

পরীমণি: হুম

প্রিয়.কম: মুভিটা দেখার জন্য ওয়েট করছি। 

পরীমণি: আমিও। উফ বাবা কত স্লো প্রশ্ন করেন...

প্রিয়.কম: এটা আসলে রেগুলার প্রশ্ন উত্তর পর্ব না। সরি আমি একটু স্লো বলে। আচ্ছা ধরেন একদিন রাতে হুট করে দেখতে পেলেন আপনার দুইটা ডানা আছে। তখন কি করবেন? 

পরীমণি: ওমা, সেকি কথা। কি পঁচা হবে ব্যাপারটা। 

প্রিয়.কম: কেন?

পরীমণি: আমি ডানা পেলেও উড়ে যেতে চাই না। 

প্রিয়.কম: ভালো লাগলো শুনে। ডানা তো রূপক মাত্র। 

পরীমণি: ও... ওতো আমার কত আছে। উড়ি, ঘুরি, লালালা। 

প্রিয়.কম: আমাদের এফডিসি নিয়ে আপনার ধারণা কী। মানে এফডিসি নিয়ে নানান ধরনের কথা শোনা যায়। 

পরীমণি: কি কি কথা?

প্রিয়.কম: ভালো মন্দ...

পরীমণি: যে যেমন এফডিসিও তার সাথে তেমন। আমার কাছে এফডিসিকে একটা উর্বর ফসলের মাঠ মনে হয়।  

প্রিয়.কম: এফডিসিতে ভালো কাজ হয় না; এখানে রাজনীতি বেশি, দলাদলি বেশি, শিল্পচর্চা থেকে পরচর্চা বেশি হয়। এসব বলে লোকে। 

পরীমণি: শিল্পীর এত দলাদলি আর পরচর্চার সময় কই? হুম ঠিক বলেছেন যারা বলে, ওরা শুধু লোক আর কিছু না। 

প্রিয়.কম: আপনি কি ফিল্মি রাজনীতির শিকার হয়েছেন কখনো? 

পরীমণি: উম... না, তীর তো আসলে প্রতিনিয়তই ছোড়া হয়। কিন্তু আমার বিঁধেনি, এই আর কি।.........কই কই............রাব্বানী সাহেব কই গেল......

নভেম্বর -৮, সকাল 

প্রিয়.কম: শুভ সকাল। চ্যাট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। রাত ১২টার পর জেগে থাকতে পারি না। সরি।

পরীমণি: শুভ সকাল লোল...

প্রিয়.কম: কী ধরনের তীর ছোড়া হয়েছিল আপনার দিকে... 

পরীমণি: এত ধরন দিয়ে কি হবে? আমি ভালো আছি এটাই যথেষ্ট। 

প্রিয়.কম: ডিসেম্বরে নতুন মুভি রিলিজ হচ্ছে আপনার। প্রস্তুতি কেমন?

পরীমণি: প্রস্তুতির কোন কমতি থাকুক এটা একদমই চাই না। যদিও ছবি রিলিজ প্রস্তুতির দায়িত্বটা প্রডিউসার ও নির্মাতার উপর থাকে।

প্রিয়.কম:  হুম। আমাদের এখানকার ফিল্ম রিলিজ ক্যাম্পেইনে লোকজন বেশি জোর দেয় না। এবং টাকাও খরচ করতে চায় না। আপনার অভিমত কি? 

পরীমণি: এখানেই তো মন খারাপ লাগে। তবে ইদানিং কিন্তু হচ্ছে। আমার বিশ্বাস সামনে আরও বেশি হবে। 

প্রিয়.কম: হুম। আমাদের সিনেমা কোন দিকে যাচ্ছে বলে মনে করেন আপনি...

পরীমণি: ভালো। আরো অনেক বেশি ভালো হবে প্রত্যাশা করি। 

প্রিয়.কম: আপনি কি জাদু জানেন?

পরীমণি: আল্লাহ কি বলে...কেন?

প্রিয়.কম: না এই যে ধরেন, আপনি যখন ফিল্মে এলেন তখন আপনার কোনো মুভি রিলিজ এর আগেই ৩২টা মুভিতে সাইন করেছেন বলে খবর শুনেছি। এটা তো রীতিমত জাদু।

পরীমণি: তাই? এটা জাদুবিদ্যায় হয়েছে বলে মনে হয় না বা শুনিওনি। তবে আপনি যখন বলছেন কি জানি হতেও পারে। 

প্রিয়.কম: হা হা হা...তাহলে আপনাকে ভাগ্যবতি বলা যায় কী?

পরীমণি: শুকরিয়া। 

প্রিয়.কম: অনেকেই বলেন পরীমণি শুধু ফেসবুক আর গণমাধ্যমেই হিট। সিনেমা হলে সে এখনো দর্শককে ফিট করতে পারেনি...

পরীমণি: সিনেমার অনেক আগে তো ফেসবুকে আমার হিট হয়নি। আর গণমাধ্যম পরীমণিকে না নায়িকা পরীকে নিয়ে কথা বলে। সো কি বলবেন এটাকে?  

প্রিয়.কম: হুম, সেটা ভাবার বিষয় তাহলে। নায়িকা পরীমণি নাকি শুধু পরী বা সেই বরিশালের স্মৃতির জীবনটাকে ভালোবাসেন। 

পরীমণি: আমাকে আমি অনেক বেশি ভালোবাসি। এখন আমার উপর ভর করে থাকা প্রতিটা সত্তাই আমার কাছে প্রিয়। 

প্রিয়.কম: যতটুকু জানি আপনি সাহিত্য ভালোবাসেন। কার কার লেখা ভালো লাগে...

পরীমণি: প্রথমত রবীন্দ্রনাথ, হুমায়ূন আহমেদ স্যার। 

প্রিয়.কম: নতুনদের...

পরীমণি: নতুনদেরও লেখা পড়ি। তাম্মু [তামিম হাসান] বলল আপনি ভালো লেখেন...

প্রিয়.কম: হা হা হা...বড় ভাই তো, তাই ভালোবাসার জায়গা থেকে বলেছেন...

পরীমণি: সত্যি কথা বলতে হুমায়ূন আহমেদ ছাড়া কারো লেখা এত আরাম করে কখনো পড়িনি। 

প্রিয়.কম: হুম, আপনার ভেতর এক ধরনের পাগলামি আছে। যা আপনাকে আলাদা করেছে অন্যদের থেকে, এটা কি বিশ্বাস করেন? 

পরীমণি: হা হা হা...পাগলে পাগল চেনে এইবারও প্রমাণিত। সাকসেস হওয়ার পূর্ব শর্ত পাগল হওয়া। হুম আমি আমার আমিকে নিয়ে হ্যাপি। 

প্রিয়.কম: আপনি পরীর মত সুন্দর এই জীবনে কতজন পুরুষ এ কথা বলেছে। 

পরীমণি: মনে নাই। 

প্রিয়.কম: নাকি বলবেন না। 

পরীমণি: এত হিসাব রাখা যায়, বলেন? 

প্রিয়.কম: তা ঠিক বলেছেন। সাধারণত আমাদের দেশের নায়িকারা প্রেম-বিয়ে করেন লুকিয়ে। কিন্তু আপনি তো ব্যাপক সাহস নিয়ে প্রেম করছেন ঘোষণা দিয়ে। ভয় করে না ক্যারিয়ারের...

পরীমণি: ইতিহাস বলে প্রেম সাহসীদের জন্য...

প্রিয়.কম: পেয়ার কি তো ডর না কিয়া...গানটা শুনতে মন চাচ্ছে। চলেন শুনে নিই...

পরীমণি: চলেন...

প্রিয়.কম: পৃথিবী আসলেই সাহসী মানুষের। আপনি এখন যে সাহস প্রকাশ করতে পারছেন যদি আপনার বাবা মা বেঁচে থাকতেন, তাহলে কি এই সাহস দেখাতে পারতেন? 

পরীমণি: হয়তো পারতাম না, হয়তো এর থেকে বেশি পারতাম। 

প্রিয়.কম: ধরেন আপনাকে একটা বাঘের কাছে ছেড়ে দেওয়া হল। তখন কি করবেন?

পরীমণি: খাঁচার বাঘ যেহেতু মানুষ দেখে অভ্যস্ত থাকে সেহেতু মামাকে ম্যানেজ করা যাবে। কি ভয়ংকর প্রশ্ন রে বাবা...

প্রিয়.কম: হা হা হা, এবার তাহলে সহজ প্রশ্ন করি। আপনার রাগ কম না বেশি...  

পরীমণি: বেশি কি? অনেক বেশি। তবে খুব অল্প সময় থাকে। বদরাগী বলে বাসার লোকজন। 

প্রিয়.কম: বদ অভ্যাস আর কি কি আছে?

পরীমণি: হুম...ঘুম পাগল আমি। একটানা ২৪ ঘণ্টা ঘুমানোর রেকর্ডও আছে। হে হে হে...

প্রিয়.কম: কি বলেন দারুণ তো...

পরীমণি: দারুণ এটা? যাক তাওতো কেউ বলল...রাগের ব্যাপারটা সত্যিই খুব বাজে আমার। একদমই কন্ট্রোলে থাকে না। প্রেশার হাই হয়ে যায়। মাঝে মাঝে এমন হয় যে আমি বুঝতে পারছি ভুল হচ্ছে, আমার এত রিঅ্যাক্ট না করলেও হয়। কিন্তু কন্ট্রোল করতে পারি না। পরক্ষণেই হয়তো ঠিক হয়ে যায় ব্যাপারগুলো। কিন্তু মাঝে মাঝে খুব অপরাধবোধে ভুগি। তখন নিজের রাগের উপর রাগ হয়। হে হে হে...ওটা খুব পঁচা রাগ। 

প্রিয়.কম: এটা ভালো গুণ যে আপনি আপনার ভুলটা ধরতে পারেন। তার মানে আপনি ভালো মানুষ...

[পরী হাততালির ইমো দিলেন] 

প্রিয়.কম: এই হাততালির ইমো পাঠককে কীভাবে দেখাব? 

পরীমণি: হ্যাঁ, তাই তো...হাততালির লিখিত রুপ কি হতে পারে...

প্রিয়.কম: সেই...

পরীমণি: খুঁজে পাচ্ছি না

নভেম্বর-৯

প্রিয়.কম: আচ্ছা ফিল্মপাড়া নিয়ে একটা অভিযোগ আছে যে নতুন নায়িকা আসলে, তাকে যৌন হয়রানি করা হয়। বা বিনিময় প্রথা মানতে হয়। আপনি কি এ ধরনের কোন ঝামেলায় পড়েছিলেন। বা কেউ কি বাজে অফার করেছিল...

পরীমণি: ভালো প্রশ্ন। এটা শুরু থেকেই হয়ে আসছে। আর এটা চলবেই। শুধু চলচ্চিত্র না। সব পেশাতেই এরকম হয়। এখানে একটা কথা আছে আমার, এই যে আপনি বললেন হয়রানি হয় নায়িকারা, এটা ভুল ধারণা। যে যার ইচ্ছা মতোই করছে, যা করার। বলুন তো কেন তাহলে প্রডিউসার বা এই ধরনের লোকদের উপর রেপ অভিযোগ নাই, যতটা মামলা ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে হচ্ছে? তার মানে হল, এরা নিজের ইচ্ছায় যায়। আমিও বাজে নজরে পড়েছিলাম। এখনো পড়ি। আমি তো নামও প্রকাশ করে দিয়েছিলাম। নেক্সট আর কেউ সাহস পায়নি। 

প্রিয়.কম: এটা সত্য। আমি মনে করি সবারই নাম প্রকাশ করা উচিত। 

পরীমণি: একদমই। কিন্তু বলবে না। 

প্রিয়.কম: কাজ হারানোর ভয়ে...

পরীমণি: কারণ কিছু মেয়েরা এটাই চায়। বলতে পারেন এটাই তাদের ডেসটিনেশন যে শুধু একবার নায়িকার ট্যাগটা গায়ে লাগবে, তারপর দাম বাড়িয়ে বিন্দাস কাটিয়ে দেবে জীবন বাড়ি-গাড়ি নিয়ে, আর কি চাই। 

প্রিয়.কম: কিন্তু এটা তো ইন্ডাস্ট্রির জন্য ভালো না। 

পরীমণি: সেটা তো আমিও বুঝি, আপনিও বুঝেন। কিন্তু সমাধান কি?  আর যারা আর্টিস্ট স্টার ট্যাগ অর্জন করতে চায় তারা কাজকে সম্মান করে। 

প্রিয়.কম: নায়কদের মধ্যে এই প্রবণতা আছে...

পরীমণি: সমান। আরো বেশি বললেও ভুল হবে না। লজ্জা। এই যে একটু খেয়াল করলেই পরিস্কার ধরতে পারবেন ব্যাপারটা। কত নতুন হিরো-হিরোইন আসে পায়ে হেঁটে এফডিসিতে, দুয়েক মাস না ঘুরতেই তারা ব্র্যান্ড নিউ গাড়ির মালিক বনে যাচ্ছেন। 

প্রিয়.কম: তাহলে তো আমার একটু এফডিসিতে গিয়া হাঁটা দরকার। যদি থাকে নসিবে একটা গাড়ি মিলিবে, কি বলেন? 

পরীমণি: হা হা হা...আর কি করার...এসব আলোচনা শেষ হয় এইরকম হাসি বা ইয়ার্কি দিয়ে। 

প্রিয়.কম: দুনিয়ার সব ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আন্ডারওয়ার্ল্ডের ব্ল্যাক মানি হোয়াইট করার যোগসুত্র থাকে। আমাদের এখানেও সেটা আছে। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখেন। 

পরীমণি: দেখেন, এটার জন্য প্রফেশনাল দিকটার একটা বড় শূন্যতা আছে। যার প্রভাব পরে ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে যারা সত্যিই ভালোবেসে কাজ করতে চায় বা করে। ইশ ভীষণ আফসোস লাগে যখন কাজের ফাঁকে সিনিয়র আর্টিস্টদের গল্প করতে শুনি যে আগে কত প্রোডাকশন হাউজ ছিল। কত বড় বড় কাজ হতো। কেউ কারো জিম্মায় ছিল না। সবাই স্বাধীনভাবে কাজ করত। একটা পারিবারিক বাঁধন ছিল সবার মধ্যে। আর এখন তো প্রায় হাউজে আর্টিস্টরা এক একজন চাকর। মাস শেষে একটা ফিক্সড টাকা তাদের দেওয়া হয়। 

প্রিয়.কম: সেই দিন কি ফিরিয়ে আনা সম্ভব না? 

পরীমণি: অবশ্যই সম্ভব। জানেন আমার কি মনে হয়? মনে হয় আমাদের এখানে সব আছে একটা জিনিস ছাড়া। আর সেটাই দরকার ব্যাস। যত্ন, আদর, ভালোবাসা। এক কথায় আন্তরিকতা। এখন তো কাজই কেউ নিজের ভাবে না। 

প্রিয়.কম: সহমত। একটা অন্ধকার অস্থির সময় যেন পার করছি আমরা...

পরীমণি: আমি যখন অনেক নাম করব, যখন আমার ইন্ডাস্ট্রির জন্য কিছু করার মত সামর্থ্য হবে- আমি আমার সব চেষ্টা দিয়ে ফিল্মের ভালোর জন্য কিছু করব। 

প্রিয়.কম: কতদূর পাড়ি দিতে চান...

পরীমণি: আমি আমার জন্মটা সার্থক করে রাখতে চাই মানুষের কল্যাণে। 

প্রিয়.কম: আলাদিনের চেরাগ পেলে প্রথম কোন তিনটা জিনিস চাইবেন...

পরীমণি: কোনো বৃদ্ধ আর প্রতিবন্ধী মানুষকে ভিক্ষা করতে দেব না, ফুলবাগান করে দেব পুরো দেশটাকে। ইশ যদি সত্যিই এই জাদুর চেরাগ বলে কিছু থাকত। তবে জাদু না হোক; আমার কাজ, আমার পরিশ্রম দিয়ে আমি এগুলো করব ইনশাল্লাহ। 

প্রিয়.কম: আপনার এই মনোবলই তো বড় চেরাগ। 

পরীমণি: ধন্যবাদ। এই যে আপনার এই অনুপ্রেরণার একটা লাইন আমার ইচ্ছার গতি এক ধাপ বাড়িয়ে দিল। 

প্রিয়.কম: মনের শক্তি, বড় শক্তি ও সম্পদ...

পরীমণি: চ্যাটবক্সটা আসলেই দারুণ। মন খুলে মনের কথা বলা যায়। 

প্রিয়.কম: হুম, মন খুলে কথা না বলতে পারলে সে কাজ, সে লেখা, সে চিন্তা ভাল হয় না। 

পরীমণি: হুম। তবে মনের কথা বের করার মতো ব্যাপার লাগে। এখন তো প্রচুর সাংবাদিক আছেন যারা ঠিক মতো প্রশ্নই করতে পারেন না। 

প্রিয়.কম: ওরাও পারবে। নতুন তাই হয়তো ভয়-জড়তা কাজ করে। আজ এ পর্যন্ত থাকুক অনেক রাত হয়েছে। আপনি কষ্ট করে জেগে আছেন। 

পরীমণি: আমি ঠিকঠাক। আপনার সমস্যা হলে থাক। ভাবি কি বকাবকি করে রাত জেগে কাজ করলে? 

প্রিয়.কম: না তেমন কিছু না। আমি রাত জাগি না। আজ শুধু আপনার জন্য জাগলাম। আপনাকেও জাগালাম। শুনেছি আপনি খুব জোছনা পাগল মানুষ...

পরীমণি: হ্যাঁ, ভীষণ, চাঁদের দিকে তাকালেই মাঝে মাঝে বিজ্ঞানী ফিল হয়। 

প্রিয়.কম: হা হা হা... 

পরীমণি: বোকা বোকা আছি আমি। হাইসেন না কিন্তু। 

প্রিয়.কম: ইটস ফাইন, আপনাকে নিয়ে তো প্রচুর গসিপ শোনা যায়। আপনি আগে বিয়ে করেছিলেন, অনেক প্রেম করেছেন, এরকম আরো কিছু। লোকে বলে যা রটে তার কিছুটা হলেও ঘটে। পরী কি বলে? 

পরীমণি: হা হা হা। ঘটনাগুলো তখন খুব পেইন দিয়েছিল। এখন হলে একদমই এত পেইন নিতাম না। আর আপনিও...লোল, এতদিন পরে কেন আপনার মনে হয় এসব সত্যি হওয়ার মত ঘটনা ছিল?

প্রিয়.কম: ঝালাই করে নিলাম। চ্যাটবক্সে কোনো ভুল তথ্য দিতে চাই না।  

পরীমণি: হুম খুব ভালো। 

প্রিয়.কম: আজ এখানেই শেষ করতে চাই। গভীর রাত এখন। যদি বেঁচে থাকি কাল কথা হবে। 

পরীমণি: অবশ্যই। 

প্রিয়.কম: শুভ রাত্রি

পরীমণি: শুভ রাত্রি...

১০ নভেম্বর, সকাল  

প্রিয়.কম: শুভ সকাল

পরীমণি: শুভ সকাল

প্রিয়.কম: সকাল শুরু করেন কীভাবে

পরীমণি: শুটিং থাকলে বা অনেক আরলি মর্নিং কল টাইম হলে এক রকম, আর না থাকলে আরেক রকম।     

প্রিয়.কম: না থাকলে কি করেন...

পরীমণি: ইচ্ছামতো ঘুমাই। সন্ধ্যা বেলা উঠি। মজা করলাম। এমনটা মাঝেমধ্যে হয়। তবে আমি নিয়ম করেই উঠি। গাছে পানি দেই, টুকটাক আদর যত্ন করি। আমার খাটটা মিউজিক সিস্টেম করা। ফিক্সড একটা ডিস্ক লোড করা আছে রবীন্দ্র সঙ্গীতের। সকালে কুসুম গরম মধু পানি সঙ্গী হয় গানের। 

প্রিয়.কম: আপনি তো বাংলাদেশের সব নায়কদের সঙ্গেই অভিনয় করেছেন। মনে ধরেছে কি কাউকে? মানে যাকে সত্যিকারের হিরো মনে হয়েছে। 

পরীমণি: হুম এ জাতি মনের মতো হিরো অ্যাক্টর পেতে যাচ্ছে ‘স্বপ্নজাল’ এ। ওয়েট আমার নতুন টিভিসি অন ইয়ার হচ্ছে মাত্র। দেখেন। 

প্রিয়.কম: দেখলাম, সুন্দর হয়েছে। সাধারণত নায়িকাদের ভেতর ঈর্ষা কাজ করে বেশি। আপনি কাকে ঈর্ষা করেন? 

পরীমণি: অন্য কাউকে ঈর্ষা করার মত যোগ্যতা হয়নি আমার। 

প্রিয়.কম: আঞ্চলিক এবং বিশ্ব রাজনীতি নিয়ে আপনার মূল্যায়ন কি?

পরীমণি: রাজনীতি দরকার। তবে তা অবশ্যই গঠনমূলক হতে হবে। 

প্রিয়.কম: ধর্ম বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন বা পালন করেন... 

পরীমণি: আমার ধর্ম সব থেকে সহজ এবং সুন্দর, এমন একটা শান্তির ধর্মকে নিয়ে অশান্তি করার কোনো মানে হয় না। আলহামদুলিল্লাহ যে আমি একজন মুসলিম।   

প্রিয়.কম: বিয়ে করলে নাকি নায়িকাদের কদর কমে যায়। তো আপনি কি বিয়ে করবেন? 

পরীমণি: সেকি! বিয়ের পর নায়িক হয়ে অনেকেই হিট হয়, এখনো হচ্ছেন। সো আমি এ কথা মানতে চাই না। 

প্রিয়.কম: কয় সন্তানের মা হতে চান...

পরীমণি: ওরে কি কঠিন প্রশ্ন রে বাবা। বিয়ে বাচ্চা এসব খবর জানতে টাকা লাগবে। হা হা হা...

প্রেমিকের সঙ্গে পরীমণি। ছবি: সংগৃহীত। 

প্রিয়.কম: রান্না বান্না করতে পারেন কিছু?

পরীমণি: রান্নায় এক্কেবারে পাকা রাঁধুনী বলতে পারেন। বাংলা আইটেম সবই পারি। টুকটাক চাইনিজও পারি। 

প্রিয়.কম: একদিন খেতে আসব...

পরীমণি: নিশ্চয়ই

প্রিয়.কম: যে জিনিসটার অভাব বোধ করেন সব সময়...

পরীমণি: জীবনে অনেক বেশিই পেয়েছি চাওয়ার তুলনায়। সো আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। 

 

প্রিয়.কম: লোকে বলে আপনার নাকি অনেক ক্ষমতা, এটা কি সত্য?

পরীমণি: ক্ষমতা থাকা তো ভালোই। 

প্রিয়.কম: হ, ভালোই। আপনি ভয় পান কিসে...

পরীমণি: রাতে ঝড় হলে। 

প্রিয়.কম: কেন?

পরীমণি: কি জানি! ছোটবেলা থেকেই।

প্রিয়.কম: আপনার শৈশব কেমন ছিল

পরীমণি: শৈশব ব্যাপারটাই একটা ম্যাজিকের মতো। আমার মনে হয় আমার একার না শুধু, সবার শৈশবই এমন হয়। যে মানুষটা নিজেকে সব থেকে দুঃখী মনে করেন, তার কাছেও তার শৈশবটা সুন্দর আনন্দের। এটা আমার বিশ্বাস। তা না হলে মানুষ কেন বারবার শৈশবে ফিরে যেতে চায়। 

প্রিয়.কম: দিনে কয়টা মিথ্যা বলেন

পরীমণি: মিথ্যা তো বলি। তবে এমন মিথ্যা বলি না যেটা ক্ষমার যোগ্য না। সরিতে পার পাওয়া যায় এমন টুকটাক মিথ্যা বলি। 

প্রিয়.কম: কার জন্য বার বার জীবন বাজি ধরতে পারবেন চোখ বন্ধ করে...

পরীমণি: দেশের জন্য জীবন বাজি ধরতে পারি বারবার।

প্রিয়.কম: ধন্যবাদ সময় দেওয়ার জন্য। 

পরীমণি: আপনাকেও ধন্যবাদ।