কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৈদেশিক মুদ্রা। ছবি: সংগৃহীত

ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৯
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৯

(প্রিয়.কম) বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিদেশিদের আস্থার নির্দেশক। এই প্রথমবারের মতো ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এর ফলে ভারত এখন বিশ্বে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

ভারতের রিজার্ভ ব্যাংক গত এক দশক ধরে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। ২০০৭ সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ভারতের হাতে ছিল ২০ হাজার কোটি বৈদেশিক মুদ্রা। যা ১ বছরের মধ্যে দাড়ায় ৩০০ বিলিয়ন ডলারে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ইউরো, পাউন্ড, ডলার ও ইয়েন সঞ্চয় করে রাখেন। এছাড়া স্বর্ণও জমিয়ে রাখেন।

জানা গেছে, প্রায় ২ হাজার কোটি ডলারের স্বর্ণ রিজার্ভ ব্যাংকে জমা রয়েছে।

সূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস

প্রিয় বিজনেস/আশরাফ