কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশ। ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশ

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৫
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৫

(প্রিয়.কম) রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে পূর্বঘোষিত মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের সামনে হেফাজতের সমাবেশ চলছে।

১৮ সেপ্টেম্বর সোমবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। দলটির পক্ষে জানানো হয়েছে বেলা ১১টায় গুলশানে অবস্থিত মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ছিল। কিন্তু এখন দূতাবাস ঘেরাও কর্মসূচি ১১টার পরিবর্তে দুপুর ১টার দিকে করা হবে বলে জানানো হয়।

এদিকে হেফাজতের মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর পল্টন থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় ও এর আশেপাশের এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। 

সমাবেশে উপস্থিত আছেন, হেফাজতের ঢাকা মহানগরের মহাসচিব মুজিবুর রহমান মোহাম্মাদিয়া, ঢাকা মহানগর হেফাজতের অন্যতম নেতা মাওলানা মাহমুদুল হক এছাড়া হেফাজত নেতা মাওলানা নুরুল ইসলাম জিহাদী ।

প্রিয় সংবাদ/আশরাফ