কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহে। ছবি: সংগৃহীত

ভারত সিরিজ শেষেই শ্রীলঙ্কার দায়িত্বে হাতুরুসিংহে

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ২১:৫৯
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ২১:৫৯

(প্রিয়.কম) এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। গেল সপ্তাহে শ্রীলঙ্কান এই কোচের ঢাকা আসার কথা থাকলেও তিনি আসেননি। এরই মধ্যে শ্রীলঙ্কার গণমাধ্যম জানাচ্ছে, লঙ্কান জাতীয় দল ভারত সিরিজ শেষ করে দেশে ফিরলেই দায়িত্ব নেবেন হাতুরুসিংহে।

সবকিছু ঠিক থাকলে চুক্তির জন্য আগামী সপ্তাহে কলম্বোতে যাবেন হাতুরুসিংহে। এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটির অনুমোদিত কোচ নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন করে তার খসড়া আইনজীবীর মাধ্যমে পাঠানো হয়েছে।

যদিও কাগজেকলমে এখনও বাংলাদেশের কোচ হিসেবেই আছেন হাতুরুসিংহে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা সাবেক এই লঙ্কান ওপেনার বিসিবিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন আরও দুই সপ্তাহ আগে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে সরাসরি অস্টেলিয়ায় পরিবারের কাছে গিয়েছেন তিনি। সেখান থেকেই পাঠিয়েছেন পদত্যাগপত্র। যদিও এখন পর্যন্ত সেটি গ্রহণ করেনি বিসিবি।

সূত্র: শ্রীলঙ্কান আইল্যান্ড