কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমা ওয়াটসন এবং রবার্ট প্যাটিনসন। ছবি: সংগৃহীত

ফের দেখা হলো ‘হ্যারি পটার’ জুটি এমা ও রবার্টের

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৮, ২০:৩১
আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮, ২০:৩১

(প্রিয়.কম) হলিউডের গোল্ডেন গ্লোব পুরস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শেষ হলো গত ৭ জানুয়ারি। সে অনুষ্ঠানেই দেখা মিলল বিশ্ববিখ্যাত ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’ সিরিজের তারকা জুটি- এমা ওয়াটসন এবং রবার্ট প্যাটিনসনের। দু’জনই এসেছেন কালো রঙের পোশাকে। সেই ছোট্ট এমা ওয়াটসনের বয়স এখন ২৭ বছর আর রবার্ট প্যাটিনসন এখন ৩১ বছর বয়সী যুবক। এ বছরের গোল্ডেন গ্লোব-এর মঞ্চে শ্রেষ্ঠ টেলিভিশন সিরিজ ‘বিগ লিটল লাইস’-এর নাম ঘোষণা করেন এই দুই অভিনয়শিল্পী।

এক নজরে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ীরা:

বিজয়ী চলচ্চিত্র

ড্রামা: থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি

মিউজিক্যাল অথবা কমেডি: লেডি বার্ড

বিজয়ী চলচ্চিত্র অভিনয়শিল্পী

অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)

অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

বিজয়ী মিউজিক্যাল অথবা কমেডি অভিনয়শিল্পী

অভিনেত্রী : সাওয়ার্স রোনান (লেডি বার্ড) 

অভিনেতা : জেমস ফ্রাঙ্কো (দ্য ডিজাস্টার আর্টিস্ট)

বিজয়ী পার্শ্ব অভিনয়শিল্পী

অভিনেত্রী : অ্যালিসন জেনি (আই, টনিয়া)

অভিনেতা : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)

বিজয়ী পরিচালক

গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)

বিজয়ী চিত্রনাট্যকার

মার্টিন ম্যাকডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি)

বিজয়ী মৌলিক সংগীত 

সুর: আলেকজান্দ্রে দেপ্লা (দ্য শেপ অব ওয়াটার)

গান: দিস ইজ মি (বেঞ্জ পাসেক ও জাস্টিন পল, দ্য গ্রেটেস্ট শোম্যান)

বিজয়ী অ্যানিমেটেড চলচ্চিত্র

কোকো

বিজয়ী বিদেশি ভাষার চলচ্চিত্র

ইন দ্য ফেড (জার্মানি)

বিজয়ী  সিরিজ 

ড্রামা : দ্য হ্যান্ডমেইড’স টেল

মিউজিক্যাল অথবা কমেডি : দ্য মার্ভেলাস মিসেস মেইসেল

বিজয়ী টেলিভিশন সিরিজ অভিনয়শিল্পী 

অভিনেত্রী : এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেল)

অভিনেতা : স্টারলিং কে. ব্রাউন (দিস ইজ আস)

বিজয়ী মিউজিক্যাল অথবা কমেডি টেলিভিশন সিরিজের অভিনয়শিল্পী 

অভিনেত্রী : র‌্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)

অভিনেতা : আজিজ আনসারি (মাস্টার অব নান)

বিজয়ী মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্মের অভিনয়শিল্পী

অভিনেত্রী : নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)

অভিনেতা: ইউয়ান ম্যাকগ্রেগর (ফার্গো)

বিজয়ী মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্মের পার্শ্ব অভিনয়শিল্পী

অভিনেত্রী : লরা ডার্ন (বিগ লিটল লাইস)

অভিনেতা : আলেক্সান্ডার স্কার্সগর্ড (বিগ লিটল লাইস)

সেরা মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম

বিগ লিটল লাইস

সূত্র: ডেইলি মেইল এবং উইকিপিডিয়া

প্রিয় বিনোদন/সিফাত বিনতে ওয়াহিদ/শান্ত