কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হানিপ্রীত ইনসান। ফাইল ছবি

আত্মসমর্পণের আগেই গ্রেফতার রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত

জাহিদুল ইসলাম জন
জ্যেষ্ঠ সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৭, ১৯:২৫
আপডেট: ০৩ অক্টোবর ২০১৭, ১৯:২৫

(প্রিয়.কম) এক মাস অজ্ঞাত স্থানে থাকার পর সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন ধর্ষণের দায়ে কারাগারে থাকা রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসান। মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করবেন বলে সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চণ্ডীগড় জাতীয় সড়কের পাশ থেক তাকে আটক করে হরিয়ানা পুলিশ।

দুই ভক্তকে আশ্রমে ধর্ষণের অভিযোগে রাম রহিমের ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করা হলে ব্যাপক সহিংসতা চালায় তার সমর্থকরা। ওই সহিংসতা প্রায় ৪০ জন মানুষ নিহত ও ব্যাপক অগ্নিসংযোগের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে।

এসব অভিযোগে হানিপ্রীতসহ ৫৩ জনকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে পুলিশ। তাদের আটকাতে নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

গত এক মাসে রাম রহিম ও হানিপ্রীতের স্বজনদের বরাতে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, পালিত কন্যা হলেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক ছিল। হানিপ্রীতের স্বামী জানিয়েছিলেন, রাম রহিমের সঙ্গে স্ত্রীকে বিছানায় দেখেছেন তিনি।

তবে গতকাল সোমবার এক সাক্ষাৎকারে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন হানিপ্রীত। রাম রহিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা শুধু বাবা-মেয়ের সম্পর্ক বলেই দাবি করেন তিনি। এ ছাড়া সহিংসতায় ইন্ধন দেওয়ার যাবতীয় অভিযোগও অস্বীকার করেন তিনি।

প্রিয় সংবাদ/রিমন