কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেটে চুল ছিল এই নারীর। ছবি: সংগৃহীত

নারীর পেট থেকে বের হলো দেড় কেজি চুল!

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১২:৪১
আপডেট: ২৩ নভেম্বর ২০১৭, ১২:৪১

(প্রিয়.কম) দীর্ঘ দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন ২৫ বছর বয়সী এক নারী। খাবার খেতেও সমস্যা হচ্ছিল তার। দিন দিন ব্যথা বাড়তে থাকে। এ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে তিনি অস্ত্রোপচারের পরামর্শ দেন। 

২১ নভেম্বর মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন ওই নারী। তিন ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। আর অস্ত্রোপচারের পরেই জানা গেল তার পেটে ব্যথার আসল কারণ। নারীর পেট থেকে বের হলো দেড় কেজি ওজনের একটা চুলের বল!

চুল খেয়ে খেয়ে পেটের মধ্যে একটি বল বানিয়েছিলেন ভারতেমধ্যপ্রদেশের ইন্দোরের মানসিক রোগে আক্রান্ত ওই নারী।  

২২ নভেম্বর বুধবার দেশটির সরকারি মহারাজা যশবন্তরাও হাসপাতালে চিকিৎসক আর কে মাথুরের নেতৃত্বাধীন পাঁচজন চিকিৎসকের একটি দল ওই নারীর পেটে অস্ত্রোপচার করেন।  

চিকিৎসকেরা জানান, ওই নারী মানসিক রোগে আক্রান্ত। তিনি মাথা থেকে চুল ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেলতেন। অনেক দিন ধরে পাকস্থলীর মধ্যে থেকে থেকে সেই চুলগুলো বলের মতো হয়ে গেছে। তার পেট থেকে চুল বের করা না হলে স্বাস্থ্যগত গুরুতর সমস্যা হতে পারত। এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

প্রিয় সংবাদ/আশরাফ