কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বোরকা পরিহিত অবয়ব। ছবিটি তসলিমা নাসরিনের ফেসবুক থেকে সংগৃহীত।

‘মেয়ে বলেই ইসলাম তাদের আসামী বানিয়েছে, বন্দি করেছে, দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড’

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৭
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৭

(প্রিয়.কম) আজ লেখিকা তসলিমা নাসরিন তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে এই ছবিটি আপ করে এর উপরে লিখে দিয়েছেন- ‘কী ভয়ঙ্কর কী ভয়ঙ্কর! কোনও অপরাধ করেনি মেয়েরা, শুধু তারা মেয়ে বলেই ইসলাম তাদের আসামী বানিয়েছে , বন্দি করেছে , দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এর চেয়ে মানবেতর জীবন আর কী হতে পারে! আমি জানি না মস্তিষ্কে কী ধরনের পদার্থ থাকলে মানুষ (নারী এবং পুরুষ) মেনে নেয় মানুষের (নারীর) এই অপমান!

তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টের স্ক্রিন শট।

তসলিমা নাসরিন বাংলাদেশের একজন সাহিত্যিক। সাহিত্যের বাইরেও তার আরেকটি পরিচয় হচ্ছে- তিনি একজন চিকিৎসক। আশির দশকে একজন উদিয়মান কবি হিসেবে সাহিত্যে প্রবেশ করেছিলেন তিনি। নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার ছাড়াও লিঙ্গসমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকারের প্রচার মূলক লেখা লিখে থাকেন তিনি। এর ফলে তার তিনি প্রাণ নাশের হুমকি পান এবং ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। কিছুকাল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। বর্তমানে তিনি রয়েছেন ভারতে। তার রচিত বেশ কিছু বই নিষিদ্ধও করা হয়।

প্রিয় গোরা /গোরা