কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশি তরুণ গবেষক মিনহাজ চৌধুরী। ছবি: সংগৃহীত

ফোর্বস ‘আন্ডার থার্টি ইম্পেক্ট চ্যালেঞ্জ’ পুরস্কার পেলেন বাংলাদেশের মিনহাজ

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৭, ২০:৫৭
আপডেট: ০৩ অক্টোবর ২০১৭, ২০:৫৭

(প্রিয়.কম) বাংলাদেশি তরুণ গবেষক মিনহাজ চৌধুরী যুক্তরাষ্ট্রের বোস্টনে ফোর্বস আন্ডার থার্টি সম্মেলনে “আন্ডার থার্টি ইম্পেক্ট চ্যালেঞ্জ” পুরস্কার অর্জন করেছেন। ২ অক্টোবর সোমবার পুরস্কার হিসেবে মিনহাজের প্রতিষ্ঠান ‘ড্রিংকওয়েল’কে প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ডলার প্রদান করা হয়।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, পুরস্কার হিসেবে পাওয়া পাঁচ লাখ ডলারের মধ্যে আড়াই লাখ ডলার খরচ করা হবে বিনিয়োগ খাতে এবং বাকি অর্থ ফোর্বসের মিডিয়া গ্রান্ট হিসেবে দেওয়া হবে। মিনহাজই বাংলাদেশের কোনো তরুণ উদ্যোক্তা যিনি প্রথমবারের মতো এই পুরস্কার জয় করলেন।

প্রসঙ্গত, 'ড্রিঙ্কওয়েল' এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বাংলাদেশি তরুণ মিনহাজ। বাংলাদেশ ও ভারতের যে সব স্থানে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে, বিশেষ করে পানিতে আর্সেনিক, ফ্লুওরাইড এবং আয়রনের শিকার হচ্ছেন এমন আড়াই লাখ মানুষের জন্য প্রতিদিন ১০ লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করছে ড্রিংকওয়েল। এ ছাড়া প্রতিষ্ঠানটির জন্য ৫০০ মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। এর আগেও ২০১৫ সালে মিনহাজ ফোর্বসের ‘আন্ডার থার্টি’র তালিকায় ছিলেন।

প্রিয় সংবাদ/শান্ত