কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একটি নাটকের দৃশ্যে মোশাররফ করিম। ছবি: সংগৃহীত।

ঈদে বৈশাখী’তে মোশাররফ করিমের পাঁচ নাটক

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৩ জুন ২০১৭, ১৩:৫৯
আপডেট: ০৩ জুন ২০১৭, ১৩:৫৯

(প্রিয়.কম) বৈশাখী টেলিভিশনের এবারের ঈদ অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভিন্ন স্বাদের ৫টি নাটক। বিশেষ এই নাটকগুলো প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে।

৫টি নাটকে ভিন্ন ভিন্ন ৫টি মজার চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতা। নাটকগুলো হচ্ছে কচি খন্দকারের রচনা ও পরিচালনায় ‘মানুষ অমানুষ’। মোশাররফ করিমের সাথে এখানে অভিনয় করেছেন উর্মিলা ও সোহেল খান। দয়াল শাহ-এর রচনা ও শামস করিমের পরিচালনায় ‘বুলির বেলকনি’। এই নাটকটিতে মোশাররফ করিম ছাড়াও আছেন শার্লিন ও ঝুনা চৌধুরী। 

মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভ’র পরিচালনায় নাটক ‘অভিনন্দন’। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, শহিদুল্লা সবুজ। হাসান মোরশেদের পরিচালনায় নাটক ‘প্রযত্নে চোর’। মোশাররফ করিম, নাদিয়া নদী, কচি খন্দকার এবং মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় নাটক ‘শেখ সাদী’র ‘সেইসব দিনরাত্রি’ এই নাটকে মোশাররফ করিমের সাথে আরও অভিনয় করেছেন দিলারা জামান, স্নেহাশীষ অভি, ওয়াহিদ আকরাম।

প্রিয় বিনোদন/ফারজানা রিংকী