কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকায় চালু হলো রোবট রেস্টুরেন্ট। ছবি: সংগৃহীত

ঢাকায় প্রথমবারের মতো চালু হলো রোবট রেস্টুরেন্ট

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭, ০৯:২১
আপডেট: ১৬ নভেম্বর ২০১৭, ০৯:২১

(প্রিয়.কম) বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে রোবট রেস্টুরেন্ট চালু রয়েছে। তবে বাংলাদেশে এই প্রথমবারের মতো ১৫ নভেম্বর বুধবার চালু করা হয়েছে রোবট রেস্টুরেন্ট। ঢাকার মিরপুর রোডের আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ডের দ্বিতীয় তলায় বাংলাদেশ এবং চীন যৌথভাবে চালু করছে এই রেস্তোরাঁটি।

এই রেস্টুরেন্টে রোবট মূলত ওয়েটারের কাজ করবে। গ্রাহক রোবটের পেছনে থাকা মনিটরে পছন্দ মতো খাবারের অর্ডার দিতে পারবে এবং রোবট খাবার নিয়ে পৌঁছে যাবে নির্দিষ্ট টেবিলে। শক্তিশালী ওয়াই-ফাইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এই রোবট।

রেস্তোরাঁয় কারিগরি সেবা দিচ্ছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এইচজেডএক্স টেকনোলজি কোম্পানি। রেস্তোরাঁর পরিচালক রাহিন রাইয়ান বলেন, ‘ওয়েটাররা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু রোবটের মাধ্যমে এই সেবা দেওয়া হলে তা আরো ভালো হবে’। তাছাড়া এ ধরনের পরিবেশ সব বয়সী মানুষের জন্য ও বিশেষ করে শিশুদের জন্য আনন্দদায়ক হবে বলে মনে করেন রাইয়ান।

তিনি আরও জানিয়েছেন, সবশ্রেণির মানুষই রেস্তোরাঁয় আসতে পারবেন কেননা খাবার হবে সুলভ মূল্যের। আর শিশুদের জন্য আমাদের খাবারের মেন্যু হবে আকর্ষণীয়। 

প্রাথমিকভাবে রেস্তোরাঁয় দুটি রোবট ওয়েটার রাখা হয়েছে, যার প্রতিটির দাম পড়েছে আট থেকে ১০ হাজার ডলার করে।

প্রিয় টেক/আশরাফ