কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি: সংগৃহীত

একনজরে বিপিএলের চূড়ান্ত সাত দল

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৮
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৮

(প্রিয়.কম) নভেম্বরের দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত হল প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। যদিও, সেরাদের নিয়ে আগেই মোটাদাগে একটা করে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার ড্রাফট তাই শুধুই নিয়মরক্ষার।

রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই প্লেয়ার ড্রাফটের সব আকর্ষণ ছিল শুধুই বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে। লটারি ভাগ্যে মুস্তাফিজের জায়গা হল রাজশাহী কিংসে। আগেই বলা ছিল, এখান থেকে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত সাতজন স্থানীয় ক্রিকেটার ও দুজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াবে। যদিও রংপুর রাইডার্স অতিরিক্ত একজন করে স্থানীয় ও বিদেশি ক্রিকেটার দলে ভিডিয়েছে।

পুরনো-নতুন মিলে, সবগুলো ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দলে কাদের জায়গা হয়েছে, চলুন তা জেনে নেওয়া যাক।

ঢাকা ডায়নামাইটস:

দেশি: সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ,  আবু হায়দার রনি, নাদিফ চৌধুরী, জহুরুল ইসলাম অমি, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম।

বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিনশাহ আফ্রিদি, এভিন লুইস,  কেভন কুপার, রনসফোর্ড বেটন, সুনিল নারাইন, কিরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন।

চিটাগং ভাইকিংস:

দেশি: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার খান, আল-আমিন, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত মিশু।

বিদেশি: লুক রঞ্চি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:

দেশি:  তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলোক কাপালি, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কলিন মুনরো, ফখর জামান, সলোমন মির, রুম্মন রইস খান।

খুলনা টাইটান্স

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল, আরিফুল হক,  আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান।

বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, দাউইদ মালান, রিলে রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), জফরা আরচার (ইংল্যান্ড)।

রাজশাহী কিংস

দেশি: মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, নিহাদুজ্জামান, জাকির হোসেন, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।

বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, উসামা মির, রাজা আলি দার।

রংপুর রাইডার্স

দেশি: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে আহমেদ রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, মোহাম্মদ ইলিয়াস, নাহিদুল ইসলাম।  

বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।   

সিলেট সিক্সার্স

দেশি: সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাস, নুরুল হাসান সোহান,  আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরী, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন তান্না, মোহাম্মদ শরিফুল্লাহ।

বিদেশি: দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্ল্যাঙ্কেট, জেমস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি,  চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মোদাসসর খান।