কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এনক্রিপশনের কারণে ডিভাইসে এক্সেস করতে পারছেনা এফবিআই। সংগৃহীত ছবি।

৭ হাজার মোবাইল ডিভাইসে এক্সেসে ব্যর্থ হয়েছে এফবিআই

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৭, ১১:৪৭
আপডেট: ২৪ অক্টোবর ২০১৭, ১১:৪৭

(প্রিয়.কম) যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এজেন্টরা প্রায় ৭ হাজার মোবাইলের তথ্য সংগ্রহ করতে পারছেন না। সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার ড়ে এমন তথ্য জানিয়েছেন বলে বিবিসি'র খবরে বলা হয়। ক্রিস্টোফার জানান, ডিভাইসের এনক্রিপশন এফবিআই তদন্তের জন্য ‘একটি বিশাল, বিশাল সমস্যা’। 

তিনি জানান, ১১ মাসের মধ্যে তদন্তের জন্য লক্ষ্য করা অর্ধেকেরও বেশি ডিভাইসে এনক্রিপশনের কারণে এক্সেস করা সম্ভব হয়নি। এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতে এই ধরনের এনক্রিপশন এখন  ‘জীবনের বাস্তবতা’। অনেক স্মার্টফোন লক করলে ফোনের কনটেন্টগুলো এনক্রিপ্টেড হয়ে যায়। এটি এমন একটি নিরাপত্তা ফিচার যা ফোনটিকে উৎপাদনকারীদের কাছ থেকেও ডাটা এক্সেসের অনুমতি দেয় না। 

সুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশেষজ্ঞ প্রফেসর অ্যালান উডওয়ার্ড বলেন, ডিভাইসের এনক্রিপশন ফৌজদারি তদন্তের জন্য স্পষ্টভাবে হতাশাজনক কিন্তু এই ডিভাইগুলোতে ব্যাকডোর তৈরি করলে তা অকার্যকর এবং অসুরক্ষিত হতে পারে। 

সূত্র: বিবিসি

প্রিয় টেক/মিজান