কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ উৎস বাছাই করা হবে। ছবি: সংগৃহীত

ফেসবুকে বিশ্বস্ত সংবাদের উৎস যাচাই করা হবে

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৫
আপডেট: ২০ জানুয়ারি ২০১৮, ১৮:৪৫

(প্রিয়.কম) সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুক নিউজ ফিডে প্রকাশকদের কনটেন্টের চেয়ে বন্ধু ও পরিবারের সামাজিক যোগাযোগ সম্পর্কিত কনটেন্টকে বেশি প্রাধান্য দেওয়ার কথা এর আগে জানিয়েছিলেন। আর এবার ঘোষণা অনুযায়ী প্রথম পদক্ষেপের কথা বললেন। জাকারবার্গ জানিয়েছেন, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদের উৎস বাছাই করা হবে

১৯ জানুয়ারি (শুক্রবার) বিবিসির খবরে এ কথা জানা গেছে।

তিনি জানান, ব্যবহারকারীর নিউজ ফিডে আগে যেখানে পাঁচ শতাংশ সংবাদ দেখা যেত এখন তা হবে চার শতাংশ।

তিনি আরও জানান, ফেসবুক কর্মকর্তারা নয় বরং ব্যবহারকারীরাই ঠিক করবেন বিশ্বস্থ সংবাদ মাধ্যম। আর এর ভিত্তিতে ফেসবুক নির্ভরযোগ্য, তথ্যপূর্ণ এবং স্থানীয় সংবাদ ব্যবহারকারীকে বেশি দেখাবে।  

মার্কিন নির্বাচনের পর থেকেই ফেসবুকে ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। এই ভুয়া সংবাদ বন্ধে বেশ কিছু কারিগরি পদক্ষেপ নিলেও সেগুলো খুব একটা কাজে আসেনি। 

চলতি বছরে জাকারবার্গ জানিয়েছিল তার এবারের চ্যালেঞ্জ ফেসবুক ঠিক করা। এরপরেই নিউজফিডে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেন। এই ঘোষণায় শেয়ার বাজারে ও জাকারবার্গের ব্যক্তিগত সম্পদও ক্ষতির মুখে পড়লেও সিদ্ধান্তে অটল রয়েছেন জাকারবার্গ। 

প্রিয় টেক/কেএফ