কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারি বরিশাল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি সংক্রান্ত জটিলতা নিরসনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আট শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ভর্তি অনিশ্চয়তায় বরিশাল সরকারি কলেজের আট শিক্ষার্থী

মো. আল আমিন
কন্ট্রিবিউটর, বরিশাল
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৭, ২১:৩৯
আপডেট: ২১ নভেম্বর ২০১৭, ২১:৩৯

(প্রিয়.কম) বরিশাল সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত জটিলতা নিরসনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ৮ শিক্ষার্থী। ২১ নভেম্বর মঙ্গলবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা সৃষ্ট জটিলতার নিরসন দাবি করেন। 

আট ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- মো. সুজন ব্যাপারী, সেতু দাস, শান্তা আক্তার, মো. শাকিবুল হক, মো. রাসেদ বালী, মো. মাসুম, ইসাত জাহান এবং অপু হাওলাদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান শাখায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ২২ অক্টোবর নির্ধারিত ফি দিয়ে ভর্তি হন তারা। বরিশাল নগরীর নতুনবাজার রোডস্থ পুবালী ব্যাংক শাখায় তারা এ ফি জমা দেন। এরপর ২৩ অক্টোবর কলেজ কর্তৃপক্ষ টাকা জমাদানের রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে ভর্তি সম্পন্ন করে।

শিক্ষার্থীরা জানান, হুট করে একদিন বিভাগ থেকে জানানো হয়, আমাদের ভর্তিতে সমস্যা রয়েছে। সমস্যা সমাধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে বিভাগীয় প্রধান কাগজপত্র তুলে নিয়ে যেতে বলেন।

পরে শিক্ষার্থীদের চাপে কলেজ কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন বরাবর একটি আবেদন করে।

জটিলতা নিরসনে কলেজ অধ্যক্ষ অলিউল ইসলাম এ আট শিক্ষার্থীকে পুনরায় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন করতে বলেন। কিন্তু রিলিজ স্লিপের ফলাফল চলতি মাসের ১৩ নভেম্বর প্রকাশিত হলেও এখনও আশানুরূপ ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এবিষয়ে বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অলিউল ইসলাম ভুল স্বীকার করে নিয়ে প্রিয়.কমকে বলেন, ‘হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোশারফ হোসেনের ভুলের কারণে এমনটা হয়েছে। ভর্তি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সঙ্গে কথা বলেছি।’

প্রিয় সংবাদ/আদিল