কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রস্তুত হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে জয়ের সুবাসও পেতে দিতে চায় না দক্ষিণ আফ্রিকা

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৭, ১১:৪৮
আপডেট: ২৯ অক্টোবর ২০১৭, ১১:৪৮

(প্রিয়.কম) এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চলতি সিরিজের একটি ম্যাচও জিতিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তাই সিরিজের শেষ ম্যাচটি জেতার জন্য একদিকে যেমন মরিয়া হয়ে আছেন সাকিব আল হাসানরা তেমনি অপর দিকে এক বিন্দু ছাড় দিতেও প্রস্তুত নয় দক্ষিণ আফ্রিকা। এমন আত্মবিশ্বাসই ঝড়ে পড়ল ফারহান বেহারদিনের কন্ঠে। 

২৯ অক্টোবর রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে টি-টোয়েন্টি সিরিজের তথা দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে সাকিব-মুশফিকরা। এর আগে শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বেহারদিন তার দলের মনোভাব সম্পর্কে জানান। তার মতে, শেষ টি-টোয়েন্টির হলে গা ছাড়া ভাবটা একদমই আসবে না তাদের দলে। বাংলাদেশকে খালি হাতেই দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত পাঠাতে চাইছে তারা।

ব্যাটিং অলরাউন্ডার বেহারদিন বলেন, ‘অবশ্যই একশত ভাগ আমরা সেটাই চাই। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলি। আমরা ক্লিন সুইপ চাই এবং দেশে ফেরার বিমান ধরার আগে বাংলাদেশকে জয়ের সুবাসটাও পেতে দিতে চাই না। ভারত সফরের আগে এই সিরিজটা বেশ কাজে দিল।’

দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারার পর প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। তাই সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে বাংলাদেশ এমনটাই ভাবছেন ৩৪ বছর বয়সী বেহারদিন। বলেন, ‘আমি নিশ্চিত বাংলাদেশ খুব করে চাইছে শেষটা ভালো করতে, কারণ এই সফরটা তাদের জন্য খুব একটা ভালো কাটেনি। তবে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। আমরা লড়াকু মনোভাব নিয়েই মাঠে নামব আর তিন ফরম্যাটেই সবগুলো ম্যাচ জিতে ‘ক্লিন সুইপ’ করতে চাইব।’

প্রিয় স্পোর্টস/আশরাফ