কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফর। ছবি: এএফপি

‘একটা সফর দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করবেন না’

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৭, ২০:২৮
আপডেট: ৩১ অক্টোবর ২০১৭, ২০:২৮

(প্রিয়.কম) দুঃস্বপ্নের এক সিরিজ শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। নয় বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে খালি হাতে ফিরেছে বাংলাদেশ দল। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর প্রোটিয়াদের সামনে বাংলাদেশ দাঁড়াতে পারেনি টি-টোয়েন্টি সিরিজেও। সব ম্যাচেই বাংলাদেশের সঙ্গী হয়েছে বড় বড় হার। তবে এই সফর দিয়ে বাংলাদেশ দলকে মূল্যায়ন করতে রাজি নন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নু।

গেল দুই বছর ঘরের মাটিতে যে কোনও দলের জন্য দুর্দান্ত এক প্রতিপক্ষে পরিণত হয়েছে বাংলাদেশ। বিদেশেও রাখছে উন্নতির ছাপ। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নান্নু মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেই দুই বছরের উন্নতির কথা টেনে তিনি বলেন, ‘দুই বছর ধরে একটা দল ভাল পারফর্ম করছে। একটা সফর দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করবেন না। দক্ষিণ আফ্রিকা সফর যে কোনও দলের জন্যই কঠিন। আমার মতে এখানে শিক্ষণীয় বিষয় আছে। সামনে এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাব।’

অচেনা কন্ডিশন, বাউন্সি উইকেট মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফর সব দলেরই চরম পরীক্ষা নেয়। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পরবর্তীতে এ ধরনের সফরের আগে বাংলাদেশের আরও প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন নান্নু, ‘সব মিলিয়ে অনেক চ্যালেঞ্জিং ছিল এই সফর। তারপরও আমি মনে করি আগামী এ ধরনের সফরে যাওয়ার আগে ‘এ’ দলকে পাঠানো উচিত কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্য।’

কঠিন কন্ডিশনের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকার বিমানে চড়েছিল বাংলাদেশ। যদিও পরিকল্পনা মতো মাঠে লড়তে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ৪৫ দিনের দক্ষিণ আফ্রিকা সফরের প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারের এই দুঃসহ স্মৃতি থেকে আপাতত মুক্তি মিলছে সাকিব-মুশফিকদের। এই সফর থেকে কী শিখল বাংলাদেশ?

নান্নুর উত্তরেও মিশে থাকল এই অভিজ্ঞতা কাজে লাগানোর দৃঢ় প্রত্যয়, ‘আমরা জানি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলা কঠিন। আমাদের পারফরম্যান্স কেমন হতে পারে তা নিয়ে একটা ধারণা ছিল আগেই। যেহেতু ৪৫ দিনের লম্বা একটা সফর। বলছি না আমরা ভাল করে এসেছি। আশা করি এই অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে পারব। সামনে দেশের বাইরে বেশ কিছু সিরিজ আছে।’

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ