কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

সরকার কোনো বিচার প্রক্রিয়ায় বাধা দেয়নি, দেবে না: ওবায়দুল কাদের

জানিবুল হক হিরা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭, ২০:৪৬
আপডেট: ১৬ নভেম্বর ২০১৭, ২০:৪৬

(প্রিয়.কম) সরকার কোনো বিচার প্রক্রিয়ায় বাধা দেয়নি, দেবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।     

আদালতে আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্যে খালেদা জিয়া ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশের প্রতিক্রিয়ায় ১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ তিনি (খালেদা জিয়া) আদালতে গিয়ে বারবার বলেছেন, তিনি নাকি ন্যায়বিচার পাবেন না। তাহলে আপনার (খালেদা) কি আদালতের ওপর আস্থা নেই?’

তিনি বলেন, ‘নির্দোষ হয়ে থাকলে বিচারকাজকে বিলম্বিত করবেন না। আদালতকে সাহায্য করুন। প্রতিটি আত্মপক্ষ সমর্থন বক্তব্য এত দীর্ঘ করবেন না। আদালতের প্রতি আস্থা রাখুন, সরকার কোনো বিচার প্রক্রিয়ায় বাধা দেয়নি, দেবে না।’

সকালে আওয়ামী লীগের দুই পক্ষ- দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় প্রায় ২০টির মতো মোটরসাইকেল ভাঙচুর ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া দেওয়া হয়। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে শুধু আদর্শিক কর্মী না, কিছু কিছু পরগাছাও আছে।’

তিনি বলেন, লালবাগের ঘটনায় যারা শৃঙ্খলা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে দু-একজনকে গ্রেফতারও করা হয়েছে। 

অন্য কোনো সরকারের আমলে দলীয় কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ইতিহাস নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘অতীতে অনেক দলের নেতা-কর্মী অনেক অপরাধ করে পার পেয়ে গেছে। এ সব দল কখনো অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আওয়ামী লীগ সবসময় কারও বিরুদ্ধে অভিযোগ পেলে শুধু সাংগঠনিক না, প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছে। সে জন্য সংসদ সদস্য হয়েও কারাগারে থাকা, মন্ত্রী হয়েও আদালতে হাজিরা দেওয়ার ঘটনা দেখা যায়।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

প্রিয় সংবাদ/শান্ত