কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রেস বিফ্রিংয়ে সিঅাইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড) মোল্যা নজরুল ইসলাম (মাঝে)। ছবি: শামীম আহমেদ, প্রিয়.কম

বিকাশের মাধ্যমে হুন্ডি করলে ব্যবস্থা নেওয়া হবে: সিআইডি

মোস্তফা ইমরুল কায়েস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫১
আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫১

(প্রিয়.কম) রেমিট্যান্সের টাকা বিকাশের মাধ্যমে হুন্ডি করে যারা দেশে পাঠাচ্ছেন, তারা অপরাধ করছেন বলে মন্তব্য করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিঅাইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড) মোল্যা নজরুল ইসলাম বলেছেন, ‘বিদেশ থেকে যারা এভাবে টাকা পাঠাচ্ছেন, তাদের বলব অাপনারা সতর্ক হয়ে যান। বন্ধ করুন এমন কাজ। না হলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘দেশে বিকাশের মাধ্যমে হুন্ডি টাকা পাঠাচ্ছে, এমন দুই হাজার ৮শ’ বিকাশ এজেন্টের তালিকা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের মধ্যে ৮টি মামলায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিদেশ থেকে প্রায় কোটি টাকারও বেশি দেশে এনেছে এবং সরাসরি ক্যাশিং করেছে।’

দেশের বিভিন্ন জায়গায় দায়েরকৃত মামলায় বিকাশের এই আট এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী মাদারপুরের মো. মান্নান (৩০), পাবনার অামিনপুরের বাঘলপুরের মানোয়ার হোসেন (২৯), পাবনার ডাঙ্গুরার সংগীত কুমার পাল (৪৫), একই জেলার সাথিয়ার হাড়িয়া গ্রামের জামিনুল হক (৩৮), অামিনপুরের মোজাম্মেল মোল্লা (৩৩), সারাসিয়ার হোসেন অালী (৪৫), চট্টগ্রাম লোহাগাড়ার দিদারুল হক (৩১) ও অাবুবকর সিদ্দিক।

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘বিকাশের এ এজেন্টরা বিদেশে থাকা ব্যক্তিদের কাছ থেকে টাকা অানতো। পরে তা তাদের অাত্মীয়দের কাছে টাকা ক্যাশিং করে দিতো। যার থেকে টাকা পাঠাচ্ছে, তারা জেনে অথবা না জেনে পাঠাচ্ছে। তবে এভাবে টাকা পাঠানো অপরাধ।’

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

প্রিয় সংবাদ/শিরিন/শান্ত