কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের একাংশ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো। ছবি: প্রিয়.কম

বিপিএলের পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৭, ১১:২৯
আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১১:২৯

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে চারজনের পরিবর্তে পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানো নিয়ে শুরু থেকেই চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে বিদেশি ক্রিকেটারদের আধিক্যে স্থানীয় খেলোয়াড়রা সুযোগই পাচ্ছেন না। আবার দেশি ক্রিকেটার যারা সুযোগ পাচ্ছেন, তাদের কাছে থেকেও দেখা যাচ্ছেন আহামরি কোন পারফরম্যান্স।

সব মিলিয়ে চিন্তা বাড়ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের। তাই তো স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি সামর্থ্য বাড়াতে বিপিএলের পাশাপাশি আলাদা একটি টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনায় বিপিএল কমিটি। এমনটাই জানা গেল, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের কথায়। দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আগামী মৌসুমেই এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

সেই টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররাও। এমনটা জানিয়ে ইসমাইল হায়দার মল্লিক, ‘বিপিএলে স্থানীয় ক্রিকেটাররা ভালো খেলছে না, এটা একটা চিন্তার বিষয়। তাদের টি-টোয়েন্টি সামর্থ্য বাড়াতে আমরা আগামী মৌসুমে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছি।’ এর আগে ২০১৩ সালে দেশের শীর্ষ ৫৬ জন খেলোয়াড়দের চার দলে ভাগ করে আয়োজিত হয়েছিল বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। 

চলতি আসরে পাঁচ বিদেশী ক্রিকেটার খেলানো নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের তিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানমুশফিকুর রহিম। এ নিয়ে অসন্তুষ্টি রয়েছে স্থানীয় খেলোয়াড়দের মাঝেও। মাঠের খেলাতেও অধিক বিদেশি খেলানোর প্রতিফল দেখা যাচ্ছে। এখন পর্যন্ত খেলা ১৬টি ম্যাচে ব্যাটিংয়ে দাপট সেই বিদেশি ক্রিকেটারদেরই। বোলিংয়ে অবশ্য কিছুটা ভাল করছে স্থানীয়রা। কিন্তু প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই চেষ্টা করছে, বিদেশিদের বেশি বেশি ম্যাচ খেলাতে। 

প্রিয় স্পোর্টস/