কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রেন চলাচল বন্ধ। ফাইল ছবি

রেললাইনের মাটি দেবে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ১১:০৯
আপডেট: ২২ অক্টোবর ২০১৭, ১১:০৯

(প্রিয়.কম) গত দুইদিনের টানা বর্ষণে পাবনার চাটমোহর উপজেলায় রেললাইনের নিচের মাটি দেবে গিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

২২ অক্টোবর রোববার উপজেলার গোয়াখোড়া ভাঙ্গুরা স্টেশনের মাঝামাঝি স্থানে ঈশ্বরদী-ঢাকা রুটের রেললাইনের ২১ নম্বর সেতুর কাছে মাটি দেবে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি চাদামারা ব্রিজের পশ্চিম পাশ দিয়ে যাওয়ার পরপরই ৫০ ফিট লম্বা হয়ে প্রায় ১০ ফুট দেবে যায় রেললাইনের নিচের মাটি। 

এরপর লোকাল ট্রেন রাজশাহী এক্সপ্রেস (ডাউন ৫৫১) ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে আটকে যায়। আটকে পড়া লোকাল ট্রেনটিকে সকাল ৮টার দিকে চাটমোহর স্টেশনে আনা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে অবস্থানরত পিডব্লিউআই হোসেন আলী।

চাটমোহর রেলস্টেশনের সহকারী ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে রেললাইনের মাটি দেবে যাওয়ায় সকাল ৬টা থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু হয়েছে।

প্রিয় সংবাদ/শিরিন