কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত

ছয় হাঁকানোর রেকর্ডে আফ্রিদি-গেইলদের পাশে ভিলিয়ার্স

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ২২:০২
আপডেট: ১৮ অক্টোবর ২০১৭, ২২:০২

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪৭তম ওভারের চতুর্থ বল। স্লো ডেলিভারির জন্য আগে থেকেই তৈরি ছিলেন এবি ডি ভিলিয়ার্স। মিড উইকেট বাউন্ডারি দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে বিশাল এক ছয় হাঁকালেন ডানহাতি মারকুটে এই ব্যাটসম্যান। পার্লের বোল্যান্ড পার্কে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই ছয় দিয়েই ভিলিয়ার্স নাম লেখালেন একদিনের ক্রিকেটে দুইশটি ছয় হাঁকানো ব্যাটসম্যানের ক্লাবে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫ চার ও সাত ছয়ের মারে ভিলিয়ার্স খেলেছেন ১০৪ বলে ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস। সপ্তম ছয়টা হাঁকিয়ে ভিলিয়ার্স নাম লিখিয়েছেন ক্রিস গেইল, মহেন্দ্র সিং ধোনিদের পাশে। ভিলিয়ার্সের আগে ওয়ানডেতে ২০০ বা ততোধিক ছয়ে মেরেছেন পাঁচজন। তালিকার ষষ্ঠ ব্যাটসম্যান ভিলিয়ার্সের মোট ছয়ের সংখ্যা এখন ২০১টি।

৩৫১টি ছয় নিয়ে তালিকার শীর্ষে আছেন শহীদ আফ্রিদি। দ্বিতীয় অবস্থানে থাকা সনাৎ জয়সুরিয়ার ছয়ের সংখ্যা ২৭০টি। ২৫২টি মেরে তালিকার তৃতীয় স্থান দখল করেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। চতুর্থ স্থানে থাকা সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মোট ছয় ২১৩টি। পঞ্চম স্থানে থাকা ভিলিয়ার্সের ছয়ের সংখ্যা ২০১। ২০০টি ছয় নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন ব্রেন্ডন ম্যাককালাম।

টস হেরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের জোড়া আঘাতে কিছুটা পিছিয়ে পড়ে প্রোটিয়ারা। তবে ভিলিয়ার্সের তাণ্ডবে সেই ধাক্কা সামলে উঠে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৮ বলে ক্যারিয়ারের ২৫ তম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ব্যাটে চড়েই ছয় উইকেট হারিয়ে ৩৫৩ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। 

প্রিয় স্পোর্টস/ শোভন