কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিপিজের লোগো।

মিয়ানমারের দুই সাংবাদিককে মুক্তি দিতে বাংলাদেশের প্রতি সিপিজে’র আহবান

মিজানুর রহমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৬

(প্রিয়.কম) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বাংলাদেশ পুলিশের হাতে আটক মিয়ানমারের দুই সাংবাদিকের মুক্তি ও তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আহবান জানিয়েছে। গত ৭ সেপ্টেম্বর পুলিশ ওই ২ সাংবাদিককে আটক করে। 

আটক হওয়ার আগে মিনজায়ার ওও এবং কুন লাত নামের ওই দুই সাংবাদিক কক্সবাজারে একটি জার্মান ম্যাগাজিনের জন্য রোহিঙ্গা ইস্যুতে কাজ করছিলেন বলে সিপিজেকে জানিয়েছেন ম্যাগাজিনটির এডিটর ইন চীফ জার্গেন স্কায়েফার। গতকালই আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলে পাঠিয়েছে বলেও উল্লেখ করেন  স্কায়েফার। 

মিনজায়ার ওও এবং কুন লাতের বিরুদ্ধে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগ এনেছে পুলিশ। 

কক্সবাজার সদর থানার ওসি রঞ্জিত বড়ুয়া জানান, ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে তারা অন্য কাজ করছিল এবং এটি অভিবাসী আইনের লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। 

সিপিজে’র ডেপুটি নির্বাহী বরার্ট মেহোনি বলেন, আটককৃত দুইজন সাংবাদিক রোহিঙ্গা ইস্যুতে কাজ করছিল। এমন বড় একটি আন্তর্জাতিক ইস্যুতে কাজ করার কারণে তাদের অভিযুক্ত করা বাংলাদেশের উচিত হবে না। তাদের দ্রুত মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি। 

প্রিয় সংবাদ/মিজান