কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের পেসার রুবেল হোসেন। ছবি: এএফপি

বোলিং কোচের ঢাল হয়ে দাঁড়ালেন রুবেল!

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৭, ১১:৫০
আপডেট: ২৪ অক্টোবর ২০১৭, ১১:৫০

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকে হেরেই চলেছে বাংলাদেশ দল। টেস্টে ২-০ ও ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরেছে মুশফিকুর রহিম-মাশরাফি বিন মুর্তজারা। পুরো সিরিজে বোলিংয়ে ছিল না চোখে পড়ার মতো কিছুই। উইকেটের সহায়তা নিয়েও বাংলাদেশের বোলাররা তেমন কিছুই করে দেখাতে না পারায় আঙুল উঠেছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের দিকে। কিন্তু পেসার রুবেল হোসেন অন্তত তা মনে করেন না।

রুবেলের মতে, পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আরও ভালো ফল পাওয়া সম্ভব ছিলো, এখানে বোলিং কোচের কোনো দায় নেই। বলেন, ‘পেসারদের এই উইকেটে আরও ভালো করা উচিৎ ছিল। কিন্তু আমরা পরিকল্পনা মতো খেলতে পারিনি। নতুন বলে আমাদের আরও উইকেট নেওয়া উচিৎ ছিল আমরা সেটাও পারিনি। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি তার (কোর্টনি ওয়ালশ) পক্ষ থেকে কোনো সমস্যা নেই।’

ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা, এমনটাই জানালেন ডানহাতি এই পেসার। বলেন, ‘টি-টোয়েন্টি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের, বিশেষ করে যখন আমরা এরই মধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে বসেছি। আমাদের আরও কঠোর অনুশীলন করতে হবে এবং তাদের ব্যাটসম্যান সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা অনেকটাই অচেনা মানসিকতা নিয়ে এখানে এসেছি। আমাদের আগে ব্যাটসম্যান সম্পর্কে ধারণা নিতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে।’

দলের ফলাফল খারাপ হলেও এই সিরিজ বাংলাদেশের বোলারদের অনেক কিছু শিখিয়েছে মনে করে রুবেল বলেন, ‘এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছি। আমাদের আরও পরিশ্রম করতে হবে। সব বোলার, যারা পেসার আছেন, স্পিনার আছেন সবারই মানসিকভাবে আরও শক্ত হতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে যেকোনো কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে বল করতে হয়।’

প্রিয় স্পোর্টস/আশরাফ