কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত

আল নাঈম
কন্ট্রিবিউটর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৭, ০৯:২৭
আপডেট: ০৭ নভেম্বর ২০১৭, ০৯:২৭

(প্রিয়.কম) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে তার বাস ভবনের কার্যালয় ইউনিট প্রধানদের এক জরুরী সভায় ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে কবে পরীক্ষা হবে তা ঐ সভায় সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের প্রধান ড. মো. আবু তাহের।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ২৩ হাজার ৬২৫ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ১৯ হাজার ৩৭২ জন ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

প্রিয় সংবাদ/শিরিন