কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

তারেক-মিশুক হত্যা মামলার রায়ের প্রতিবাদে চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪০
আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪০

(প্রিয়.কম) তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জাকির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন।

২২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মানিকগঞ্জ আদালতে এ রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন রুটে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন।

ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। কোনো কোনো শ্রমিক এসময় সড়কের উপর শুয়ে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে রাখেন।

পরে চালক জামিরের রায়ের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে শহরে মাইকিং করা হয়।

চুয়াডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক শহিদুর রহমান জানান, ক্ষুব্ধ শ্রমিকরা জেলার সবক’টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। পরবর্তীতে মালিক শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠক করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

প্রিয় সংবাদ/রুবেল/সোহেল