কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাড়ি বোমা বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে ২৩ জনের মৃত্যু  

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৭, ১৪:০৫
আপডেট: ২২ নভেম্বর ২০১৭, ১৪:০৫

(প্রিয়.কম) উত্তর ইরাকের তুজ খুরমাতু শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬০ জন।  

২১ নভেম্বর মঙ্গলবার দেশটির স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানান।   

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু শহরে একটি জনবহুল মার্কেট চত্বরকে টার্গেট করে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। 

এই হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, শহরটিকে নিয়ে কুর্দির আঞ্চলিক সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ রয়েছে। গত মাসেই কুর্দিশ বাহিনীকে হটিয়ে তুজ খুরমাতু শহরের দখল নেয় ইরাকি সেনা। 

সূত্র: রয়টার্স

প্রিয় সংবাদ/আশরাফ