কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের বন্যা পরিস্থিতি।

বন্যার্তদের ২ লাখ ১০ হাজার ডলার দিচ্ছে কানাডা 

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৭, ১৪:২৫
আপডেট: ২৭ আগস্ট ২০১৭, ১৪:২৫

(প্রিয়.কম) বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য কানাডা সরকার জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ২ লাখ ১০ হাজার ইউএস ডলার দিচ্ছে। 

কানাডিয়ান হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ফান্ডের মাধ্যমে কানাডীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালকে এই অর্থ দেওয়া হবে, যা চার মাসে ১০ হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে জরুরি মানবিক সহায়তা হিসেবে। 

ঢাকায় কানাডীয় হাই কমিশন জানিয়েছে, বন্যায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দ্রুত জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হবে এই সাহায্যের আওতায়।

প্রসঙ্গত, এ বছর অগাস্টের মাঝামাঝি সময় থেকে বন্যায় এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫৭ লাখেরও বেশি মানুষ। এছাড়া প্রায় সোয়া ছয় লাখ ফসলি জমি নষ্ট হয়েছে, আট হাজার ৯৮২ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক।   

এর আগে চলতি বছর ঘূর্ণিঝড় মোরার আঘাতের পর বাংলাদেশকে ৪৫ হাজার কানাডীয় ডলার দিয়েছিল কানাডা সরকার। ওই সহায়তা দেওয়া হয়েছিল রেডক্রস ও রেড ক্রিসেন্টের মাধ্যমে।

প্রিয় সংবাদ/