কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পোস্ত সিনেমার অভিনয় শিল্পীরা। ছবি: সংগৃহীত।

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি 'পোস্ত'

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯

(প্রিয়.কম) বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে কলকাতার ছবি 'পোস্ত'। ‘বেলা শেষে’ ও ‘প্রাক্তন’এর ব্যাপক সাফল্যের পর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'পোস্ত' পারিবারিক গল্পনির্ভর ছবি। আধুনিক পরিবারের চাকরিজীবী বাবা-মায়ের আদরের সন্তানকে মানুষ করতে গিয়ে দাদা-দাদির সঙ্গে প্রতিনিয়ত যে মতপার্থক্য ঘটে তা নিয়েই এ ছবির গল্প। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সোহিনী সেন, পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

২০১৭ সালের ১২ শে মে ছবিটি মুক্তি পায়। ছবিটি দেশে ও বিদেশে (যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দুবাই, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস) একই দিনে মুক্তি পায়। চলচ্চিত্রটি সারা ভারতে ১০০ টি হলে মুক্তি পায় যা বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করেছে। ছবিটি আমদানি করেছেন বাংলাদেশের খান ব্রাদাস।

বাংলাদেশ চলচ্চিত্র দর্শক সমিতির সভাপতি ধীমন বড়ুয়া জানান, বাংলা সিনেমার এই অবস্থায় অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করাই যায় কারণ সিনেমার অভাবে অবশ্যই হল মালিক হল খুলে বসে থাকবে না। ভালোমানের কিছু সিনেমা আমদানি করেও যদি হল বাঁচানো সম্ভব হয় সেটা অবশ্যই ইতিবাচক।

বাংলাদেশের যে সব প্রেক্ষাগৃহে 'পোস্ত' ছবিটি চলবে, সেগুলো হচ্ছে- স্টার সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), যমুনা ব্লক বাস্টার (ঢাকা), বলাকা (ঢাকা), বিডিআর (সিলেট), চিত্রালী (খুলনা), চিত্রামহল (ঢাকা), কাঁকলী (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), মধুবন (বগুরা), পূরবী (ময়মনসিংহ), রাণীমহল (ডেমরা), সাগরিকা (কুমিল্লা ), সেনা অডিটরিয়াম ( ঢাকা), শংক্খ (খুলনা), শ্যামলী (ঢাকা), সনি (ঢাকা), তাজ (নারায়নগঞ্জ), উপহার (রাজশাহী)।

প্রিয় বিনোদন/গোরা