কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিটিআরসির লোগো

কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় ৯ আইএসপি প্রতিষ্ঠানকে বিটিআরসি'র নোটিশ

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১০
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১০

(প্রিয়.কম) লাইসেন্সের শর্তানুযায়ী নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় ৯টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

১২ সেপ্টেম্বর মঙ্গলবার জারি করা এক নোটিশে ৩০ দিনের মধ্যে ওইসব প্রতিষ্ঠানকে অপারেশনাল কার্যক্রম চালু বা কমিশনে তাদের অপারেশনাল তথ্য জমা প্রদানের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 

প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, লাইট কমিউনিকেশন লিমিটেড, এমএস বি নেট, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিস লিমিটেড, এমএস সাইবার প্লানেট, এমএস নেট ওয়ান কমিউনিকেশন, এমএস টপ নেটওয়ার্ক,এমএস উলিপুর ইন্টারপ্রাইস, এমএস নিলিমা ব্রডব্যান্ড।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা নির্ধারিত সময়ের মধ্যে অপারেশনাল কার্যক্রম চালু বা কমিশনে তাদের অপারেশনাল তথ্য জমা প্রদানে ব্যর্থ হবে তাদের লাইসেন্স বাতিল হবে। 

প্রিয় টেক/মিজান