কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুস্তাফিজুর রহমান ও ফরহাদ রেজা। ছবি: সংগৃহীত

মুস্তাফিজকে দিয়ে শুরু বিপিএলের প্লেয়ার ড্রাফট

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৭
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৭

(প্রিয়.কম) প্রথমবারের মতো আইকনের ট্যাগ লেগেছিল গায়ে। সুযোগ পেয়েছিলেন বরিশাল বুলসে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে বাদ পড়ছে ফ্র্যাঞ্চাইজিটি। সে কারণে আইকন থেকে সরে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। প্লেয়ার ড্রাফটে সবার আগে তাকেই ডাকা হবে।

আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। আগেই ‘নিজ উদ্যোগে’ দল গড়ে ফেলা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে উত্তেজনার অংশ বলতে একমাত্র মুস্তাফিজের অন্তর্ভূক্তি। এদিন, সবার আগে তার নাম ড্রাফটে তোলা হবে। ক্যাটাগরি হিসেবে তিনি পাবেন ৬০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫০ লক্ষ টাকা।

মুস্তাফিজের পর দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও নাজমুল হোসেন শান্তর নাম উঠবে ড্রাফটে। গেল আসরেও বরিশাল বুলসের হয়ে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাফিস। 

ড্রাফটের আগেই পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ড্রাফট থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত সাতজন করে দেশি ক্রিকেটার নিতে হবে। বিদেশি ক্রিকেটারের তালিকা থেকে বেছে নিতে হবে দু’জনকে।

ব্যাটসম্যানদের তালিকা থেকে জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, হাসানুজ্জামান, বোলারের তালিকা থেকে আরাফাত সানি, আবুল হাসান রাজু, আব্দুর রাজ্জাক ও আবু হায়দার রনির দিকে চোখ থাকবে দলগুলোর।

বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে নজর থাকবে দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা),  আজহার আলী (পাকিস্তান), কামরান আকমল (পাকিস্তান), মিসবাহ-উল-হক (পাকিস্তান), টিম ব্রেসনান (ইংল্যান্ড), উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা) ও গ্যারি ব্যালান্স (ইংল্যান্ড) এই সাতজনের দিকে।  

প্রিয় স্পোর্টস/শান্ত মাহমুদ