কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Beverly Hills 9OH2O পানির বোতল। ছবি: সংগৃহীত

এক বোতল পানির দাম ৮৫ লাখ টাকা!

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৪
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৪

(প্রিয়.কম) সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেবারলি হিলস ড্রিঙ্ক কোম্পানি বাজারে একটি বিশেষ পানির বোতল নিয়ে এসেছে। যার এক বোতল পানির দাম পড়বে বাংলাদেশি টাকায় ৮৫ লাখ টাকারও বেশি।

এই রাজকীয় দামের পানির ব্র্যান্ড এর নাম ‘Beverly Hills 9OH2O’। কোম্পানিটির  একটি বিশেষ স্তরের বিলাস-পানীয় হচ্ছে এ ড্রিঙ্ক।  

জানা গেছে, বিশ্বের এক শ্রেষ্ঠ মণিকার Beverly Hills 9OH2O - এর ডায়মন্ড সংস্করণের এই জলের বোতলের নকশা করেছেন। 

এ পানির বোতলের ছিপিটি লোনার এবং ৬০০ গ্রাম ওজনের সাদা ও ২৫০টি কালো হীরে খচিত রয়েছে। আবার বোতলগুলো যে কেস এ থাকছে, তাতে অনেক দামি ক্রিস্টালের উপস্থিতি নজর কাড়বে সবার।

এই বোতলের পানি নর্দার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ৫ হাজার ফিট উচ্চতা থেকে সংরক্ষন করা হয়। এ পানি যথেষ্ট খনিজ সমৃদ্ধ হওয়ায় অন্য পানির তুলনায় এ পানি বেশি স্বাস্থ্যসম্মত।

এছাড়া এই পানি মুচমুচে এবং অত্যন্ত হালকা রেশমের মতো বলে জানিয়েছেন কোম্পানিটির প্রেসিডেন্ট জোন গ্লাক। 

প্রিয় সংবাদ/অাশরাফ