কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুইটি পুরুষাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে একটি শিশু। ছবি সংগৃহীত।

অতিরিক্ত পুরুষাঙ্গ নিয়ে জন্মাল এই শিশুটি!

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৭
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৭

(প্রিয়.কম) সম্প্রতি আজারবাইজান প্রজাতন্ত্র দেশটিতে দুইটি পুরুষাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে একটি শিশু। বেশ স্পর্শকাতর অঙ্গ হওয়ার ফলে নবজাতক শিশুটির শরীরের পেছন দিকের ঐ অতিরিক্ত পুরুষাঙ্গটি আলাদা করা অনেকটাই আশংকাজনক ছিলো চিকিৎসকদের কাছে। তবে শিশুটি অন্য সব বাচ্চাদের মতই সুস্থভাবে জন্ম নেওয়ার কারণে একটি সফল সার্জারির মাধ্যমে দেহের পেছন দিকে থাকা সেই অতিরিক্ত পুরুষাঙ্গটি আলাদা করা সম্ভব হয়েছে।

সার্জারির মাধ্যমে সেই অতিরিক্ত পুরুষাঙ্গটি আলাদা করা সম্ভব হয়েছে। ছবি সংগৃহীত।

জানা যায় আজারবাইজান প্রজাতন্ত্রের সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব পেডিয়াট্রিকস এ ঐ শিশুটির সার্জারি করানো হয়। সেই ইনস্টিটিউটের দেওয়া তথ্য মতে, নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পত্তির কথা ছিলো যমজ সন্তান প্রসব করার, কিন্তু তাদের সেই যমজ সন্তানের একটি শিশুর জন্ম হয় মৃত। অপর শিশুটি মৃত ভাইয়ের পুরুষাঙ্গকে, নিজের শরীরের পিঠে নিয়েই জন্ম নেয়। যার কারণে অপর শিশুটি সুস্থভাবে জন্ম নিলেও অতিরিক্ত পুরুষাঙ্গের কারণে তাকেও পড়তে হয়েছিলো আশংকাজনক অবস্থায়। গোপনীয়তা রক্ষার্থে ঐ দম্পত্তি তাদের নবজাতক শিশুর নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন।

সূত্র: দ্য সান।

প্রিয় জটিল/সিফাত বিনতে ওয়াহিদ