কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজস্থান সীমান্তে বিএসএফের পাহারা। ছবি: সংগৃহীত

পাকিস্তান যাওয়ার পথে রাজস্থানে বাংলাদেশি আটক

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৭, ২১:৫৮
আপডেট: ০৪ অক্টোবর ২০১৭, ২১:৫৮

(প্রিয়.কম) ভারতের রাজস্থান রাজ্যের সীমান্ত পেরিয়ে পাকিস্তান যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। ৪ সেপ্টেম্বর বুধবার রাজ্যের বারমাঢ় এলাকার গাদারা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

রাজস্থান পুলিশ জানায়, আটক বাংলাদেশির নাম আব্দুল রহমান। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা।

বারমাঢ় জেলার পুলিশ সুপার গগনদীপ সিংলা বলেন, বারমাঢ় এলাকায় আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। জিজ্ঞাসাবাদে আব্দুল রহমান জানিয়েছে, সে ভারতের সীমানা পেরিয়ে পাকিস্তান যাওয়ার চেষ্টা করছিল। তবে তিনি কেন পাকিস্তান যেতে চাইছিলেন তা পরিষ্কার নয়।

গনদীপ সিংলা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল রহমান আরও জানিয়েছেন, এক ব্যক্তি (দালাল) তাকে পাকিস্তান নিয়ে যাবেন বলে দিল্লি থেকে রাজস্থান নিয়ে আসে। কিন্তু সীমান্তের কাছাকাছি এসে ওই ব্যক্তি পালিয়ে যায়। তবে সে কী কারণে পাকিস্তান যেতে চেয়েছিল এবং তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা জঙ্গি যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

প্রিয় সংবাদ/শান্ত