কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠককালে আমির খান। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা নির্যাতন নিয়ে যা বললেন বলিউড তারকা আমির খান

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৭, ১৯:৫০
আপডেট: ০৮ অক্টোবর ২০১৭, ১৯:৫০

(প্রিয়.কম) মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনা নির্যাতন ও তাদের দুর্দশায় বুক ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার আমির খান।

তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের যেকোনো স্থানের মানুষেরা যখন নির্যাতনের শিকার হন, তখন তাদের সবাইকে এই একই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে।’

বলিউডের প্রভাবশালী এই অভিনেতা আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে। আমি আশা করি এবং মানুষ হিসেবে প্রার্থনা করব এমন ঘটনা যেন আমাদের দেখতে না হয়।’

প্রসঙ্গত, তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে চিত্রনায়ক আমির খান ইস্তানবুল এবং আংকারা সফর করছেন। এই সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

এর আগে তুরস্কের এক সরকারি ঘোষণায় জানানো হয়েছিল, এই সফরে আমির খান তুরস্কের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক প্রযোজক এবং তুরস্কের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রিয় সংবাদ/শান্ত