কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘জাব হ্যারি মেট সেজাল’ সিনেমার দৃশ্যে আনুশকা শর্মা ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

এ বছরের হিন্দি গানের জনপ্রিয়তার ঝুলিতে রয়েছে যে গানগুলো

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫

(প্রিয়.কম) আসছে নতুন বছর। বছরের এই শেষ সপ্তাহটি পেরুলেই চুকে যাবে ২০১৭ সালের সব হিসেব নিকেশ। পুরো বছর জুড়ে বের হয়েছে অসংখ্য গান। আর চলতি বছরে বলিউডের প্রকাশ পাওয়া নতুন গানগুলো কম বেশি আমাদের সবারই নিশ্চয়ই শোনা হয়েছে। আর এই বছরব্যাপী প্রকাশিত সব গান তো আর নিশ্চয়ই জনপ্রিয়তা লাভ করতে পারেনি! তবে কিছু সিনেমার গান মুক্তির পর দারুণ জনপ্রিয়তা পায়। এবার না হয় এক নজরে দেখে আসা যাক, প্রায় ফুরিয়ে যাওয়া বছরটির জনপ্রিয়তার শীর্ষে থাকা সব বলিউডের সুপার-ডুপার হিট গানগুলো।

এ বছরের হিন্দি গানের জনপ্রিয়তার ঝুলিতে রয়েছে যে দশটি গান।

১ ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবিতে অরিজিৎ সিং এর কণ্ঠে গাওয়া ‘হাওয়ায়ে’ গান।

বলিউডের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে গাওয়া ‘হাওয়ায়ে’ গানটি ছিল এ বছরের জনপ্রিয়তার তালিকায় এক নম্বরে। গানটি ইউটিউবে প্রকাশের ১৫ মিনিটের মাথায় প্রায় পঁচিশ হাজারের বেশি দর্শক তা দেখে ফেলেন। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন...

২ মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায় অভিনেত্রী পরিণীতি চোপড়ার কণ্ঠে গাওয়া ‘মানা কে হাম ইয়ার নেহি’।

‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়ে এবার বলিউডকে বাজিমাত করে দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ব্যাপক সুনাম কুড়ানো এই গানটি ছিল বছরের জনপ্রিয়তার শীর্ষে। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন...

৩ ‘রইস’ চলচ্চিত্রের‌ অরিজিৎ সিং এবং হর্ষদীপ কৌর এর কণ্ঠে ‘জালিমা’।

এই অসাধারণ গানটি গেয়েছেন রোমান্টিক গানের রাজা অরিজিৎ সিং এবং হর্ষদীপ কৌর। ‘জালিমা’ গানটি শুধু পছন্দের তালিকাতেই ছিল না, একই সঙ্গে ইউটিউবেও ‘জালিমা’ ছিল হিট লিস্টে। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

৪ 'জাগ্গা জসুস' ছবির এই ‘খানা খাকে’ গানটি গেয়েছেন অমিতাভ ভট্টাচার্য এবং প্রীতম সহ আরো বেশ কয়েকজন।

গানটিতে ছিল আসাধারণ গায়কী যা মন ছুঁয়ে দিয়েছে শ্রোতার। বলিউড চলচ্চিত্রের সাড়া জাগানো গানগুলোর মধ্যে অমিতাভ ভট্টাচার্য এবং প্রীতমের জাগ্গা জাসুস' ছবির এই ‘খানা খাকে’ গানটি ছিল অন্যতম। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

৫ ‘তুমহারি সুলু’ চলচ্চিত্রে অরিজিৎ সিং এর গাওয়া ‘বান জা রানি’ গান।

রোমান্টিক এবং কমেডি সুরের মিশ্রণে গাওয়া এই গানটি শ্রোতাদের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছে এ বছর। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

৬ 'রেঙ্গুন' ছবিতে অরিজিৎ সিংয়ের ‘ইয়ে ইশক হ্যায়' গানটি।

‘ইয়ে ইশক হ্যায়’ গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। এ বছর বলিউডের প্রকাশিত গানগুলোর মধ্যে অরিজিৎ সিংয়ের গাওয়া গান সমূহকে জনপ্রিয়তার শীর্ষে থাকতে দেখা গিয়েছে বেশি। টি-সিরিজের ‘রেঙ্গুন' ছবির ‘ইয়ে ইশক হ্যায়’ গানটি ছিল মানুষের পছন্দের তালিকায়। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

৭ ‘হাফ গার্ল ফ্রেন্ড’ চলচ্চিত্রের ‘বারিশ’ গানটি গেয়েছেন অ্যাশ কিং ও শাশা তিরুপতি।

এরপর সাত নম্বরে আছে ‘হাফ গার্ল ফ্রেন্ড’ চলচ্চিত্রের ‘বারিশ’ গানটি। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

৮ ' ফিল্লাউরি’ সিনেমার ‘সাহিবা’।

প্রথম দশটি গানের মধ্যে আট নম্বর অধিকারী গানটি ছিল 'ফিল্লাউরি’ সিনেমার ‘সাহিবা’। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

৯ ‘ওকে জানু ‘ চলচ্চিত্রের ‘জি লে’ গান।

আটের পর নয় নম্বরে আছে ‘ওকে জানু ‘ চলচ্চিত্রের ‘জি লে’ গান। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

১০ ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ চলচ্চিত্রের গান ‘হামসাফার'।

দশম স্থানটি অধিকার করতে দেখা যায় ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ চলচ্চিত্রের ‘হামসাফার' গানটিকে। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

১১ ‘লখনউ সেন্ট্রাল’ চলচ্চিত্রের ‘মেরে কারোয়া’।

এগারো নম্বরের ‘লখনউ সেন্ট্রাল’ চলচ্চিত্রের ‘মেরে কারোয়া’ গানটিও ছিল জনপ্রিয়তার তালিকায়। গানটি শুনতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন... 

সূত্র: রেডইফ। 

প্রিয় বিনোদন/ শামীমা সীমা