কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

এজিএম না হলে আইসিসির সভায় যেতে পারবে না বাংলাদেশ!

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৭
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৭

(প্রিয়.কম) আগামী দুই অক্টোবর আহ্বান করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা। বিসিবির এই সভাকে আদালতের রায়ের পরিপন্থী দেখিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আদালতের রায়ের প্রতি সম্মান রেখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে চিঠি পাঠিয়েছেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। সেই চিঠিতে এজিএম বা বার্ষিক সাধারণ সভা না করার আহ্বান জানান সাবেক বিসিবি সভাপতি।

সাবের হোসেনের পাঠানো সেই চিঠির পরিপ্রেক্ষিতে পাপন বলেছেন এজিএম না হলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভায় যেতে পারবে না বাংলাদেশ! মিরপুরে এক সংবাদ সম্মলনে পাপন বলেন, ‘এজিএম ঠিক সময়েই হবে। একজন চিঠি দিয়ে বন্ধ করতে বললে আমরা সেটা বন্ধ করে দেব না। এজিএম না হলে এর প্রভাবটা পড়বে আইসিসির বোর্ড সভায়। সভা থেকে আমরা আট থেকে ১৬ মিলিয়ন ডলার পাব। সেটার সিদ্ধান্ত নেয়া হবে সেই সভাতেই। এজিএম না হলে সেখানে আমাদের ঢুকতেই দেবে না।’

এজিএম না হলে আইসিসির নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারে বাংলাদেশ। সেই শঙ্কার কথা টেনে বিসিবি সভাপতি আরও বলেন, ‘২০০৮ সালের গঠনতন্ত্র এখন অনুমোদিত নয়। এটা আইসিসির নিয়মের পরিপন্থী। ২০০৮ এর কাঠামোতে ফিরে যাওয়া মানে আইসিসিতে বাংলাদেশের দুয়ার বন্ধ হয়ে যাওয়া। এটা হলে তারা আমাদের বহিস্কার বা স্থগিতাদেশ দিতে পারে আমাদের।’