কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবাদ সম্মেলনে এনামুল হক বিজয়। ছবি: প্রিয়.কম

স্বাধীনতা উপভোগ করছেন বিজয়

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১৫:২৪
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ১৫:২৪

(প্রিয়.কম) দীর্ঘদিন পর দলে ফিরেছেন। স্বভাবতই নিজেকে নতুন করে প্রমাণ করার ব্রত নিয়ে মাঠে নামছেন এনামুল হক বিজয়। কিন্তু টিম ম্যানেজম্যান্ট থেকে ডানহাতি এই ওপেনারের ওপর প্রমাণ করে দেখানোর তেমন কোনো চাপ দেওয়া হচ্ছে না। ব্যাটসম্যান বিজয়কে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা। আর এই ব্যাপারটি উপভোগ করছেন ত্রিদেশীয় সিরিজে নিজেদের দুই ম্যাচে তামিম ইকবালের সাথে ইনিংস উদ্বোধন করা বিজয়।

দুই ম্যাচেই দারুণ শুরু করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ঝড় তোলা ১৯ রানের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫। এই ৩৫ রানের ইনিংসে দুবার জীবন ফিরে পেয়েছেন। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি বিজয়। এ নিয়ে অবশ্য টিম ম্যানেজম্যান্টের জেরার মুখে পড়তে হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানকে। তার স্বাভাবিক খেলাটাই খেলতে বলা হয়েছে।

যে কারণেই চাপহীন বিজয়। তবে খেলছেন দলের চাওয়া মতোই। বোরবার মিরপুরে এ নিয়ে বাংলাদেশ ওপেনার বলেন, ‘টিম ম্যানেজম্যান্ট থেকে আমাকে স্বাধীনতা দেয়া হয়েছে আমাকে আমার মতো করে খেলতে। দল যেভাবে চাচ্ছে, চেষ্টা করছি সেভাবেই খেলার। আসলে স্বাধীনতা পেলে তো অবশ্যই ভালো লাগে। নিজেরটা আরও দেখানো যায় কতটুকু পারা সম্ভব।’

নতুন করে জাতীয় দলের জায়গা শক্ত করার মিশনে সিনিয়র ক্রিকেটারদের পাশে পাচ্ছেন বিজয়। এই ব্যাপারটিও তাকে স্বস্তি দিচ্ছে, ‘সবাই খুব সাপোর্ট করছে। সিনিয়র প্লেয়ার যারা আছেন, তামিম ভাই থেকে শুরু করে মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই সবাই খুব সাপোর্ট করছেন। সবাই ইতিবাচক আছেন। এ জিনিসটা খুবই ভালো লাগার বিষয়। সব সময় চেয়েছি দল যেভাবে চায় সেভাবে খেলতে। টিম যেহেতু খুশি আছে তাই আমিও খুশি।’

অনেকদিন পর দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে ইনিংস উদ্বোধন করছেন বিজয়। এই বাপারটিও উপভোগ করছেন তরুণ এই ব্যাটসম্যান, ‘তামিম ভাইয়ের সাথে অনেকদিন পর ব্যাটিং করতে পেরে খুব ভালো লাগছে। দলে থাকতে পারলে অনেক কিছুই করা সম্ভব। আমি চাচ্ছি দল যেভাবে চায়, সেভাবেই খেলতে। তামিম ভাইয়ের সাথে ৭০ রানের পার্টনারশিপ যদি দেড়শ রানের পার্টনারশিপ হয়, এ জিনিসটা আরো ভালো লাগার বিষয়।’

টিম ম্যানেজম্যান্ট থেকে চাপ না থাকলেও নিজের ইনিংস বড় করতে না পারার ব্যাপারটি বিজয়কে ভাবাচ্ছে। এ নিয়ে বলছেন, ‘আমি সেট হয়ে চেষ্টা করি বড় রান করার জন্য। দুদিন সেট হয়েছি, কিন্তু বড় রান করতে পারিনি। চেষ্টা করবো বড় রান করার জন্য। আর দল জিতলে সবারই খুব ভালো লাগে। দলে জেতার পেছনে কিছুটা ভূমিকা থাকলে আরো ভালো লাগে। চেষ্টা করছি প্রথম দশ ওভার ভালোভাবে ব্যবহার করার জন্য।’