কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এম এ আউয়াল চৌধুরী ভুলু (মাঝে)। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ‘আক্রোশ’ থেকে মুশফিকের সমালোচনা করেছিলেন ভুলু!

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৭, ১৭:৩৮
আপডেট: ২৬ জুলাই ২০১৭, ১৭:৩৮

(প্রিয়.কম) বিপিএলের চতুর্থ আসরে বরিশাল বুলসকে পথ দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু এবারের আসর শুরুর আগে সেই মুশফিককে নিয়েই চরম সমালোচনায় মাতেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার ও বিসিবি পরিচালক এম এ আউয়াল চৌধরী ভুলু। মুশফিককে রীতিমতো দায়িত্বজ্ঞানহীন অধিনায়ক বলতেও দ্বিধা করেননি তিনি। ব্যক্তিগত ‘আক্রোশ’ থেকেই এমন মন্তব্য করেছিলেন আউয়াল চৌধুরী- তার কথাতে তেমনই মনে হলো।

বিপিএলের পঞ্চম আসরের আগে বরিশাল বুলস ছাড়ার কথা ভাবছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এটা কানে পৌঁছাতেই চটে যান আউয়াল চৌধুরী। যা সহজে নিতে পারেননি তিনি। যে কারণে মুশফিকের কঠোর সমালোচনা করেন বিসিবির এই পরিচালক। এ ঘটনায় মর্মাহত মুশফিক সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিস্কার করেন। ব্যাপারটি তার কাছে এতটাই কষ্টের ছিলো, সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেন মুশফিক।

মুশফিকের করা সংবাদ সম্মেলনের পর বিষয়টি আমলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় আউয়াল চৌধুরীকে। সেটার জবাব দিয়েছেন তিনি। যেখানে মুশফিকের ঘটনায় দূঃখ প্রকাশ করেছেন বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান আউয়াল চৌধুরী। 

নিজের ভুল মেনে নিয়ে তিনি বলেছেন, ‘আমি নিজেও একজন প্লেয়ার ছিলাম। তাই প্লেয়ারদের আমি ভালোবাসি। যেহেতু হঠাৎ করে শুনলাম মুশফিক চলে যাবে তাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমার নিজের কাছে খারাপ লাগলো, যে আমাকে না বলে চলে যাবে? তখন আমি ওই কথা বলেছিলাম। তবে ওকে কষ্ট দেয়া আমার লক্ষ্য ছিলো না। বিষয়টি আমার কাছেও খারাপ লেগেছে। আমি দুঃখিত।’

জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নয়, বরিশাল বুলসের খেলোয়াড় হিসেবে মুশফিককে ওই কথাগুলো বলা- আউয়াল চৌধুরীর ব্যাখ্যাটা এমন। তিনি বলছেন, ‘ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে আমি আমার টিমের প্লেয়ার ও ক্যাপ্টেনকে কথাগুলো বলেছি। ন্যাশনাল টিমের প্লেয়ার বা আমি বোর্ড পরিচালক হিসেবে বলি নাই। হঠাৎ করে যখন শুনলাম ও আমার টিমে খেলবে না। আমার প্রত্যাশা ছিলো ওকে নিয়ে টিম করবো এবার। খেলবে না এই ব্যাপারটায় শক পেয়েছি।’

তবে এই পুরো ব্যাপারটিকে ভুল বোঝাবুঝি বলছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তার ভাষায়, ‘একটা মন্তব্য নিয়ে ভুলু ভাইয়ের সাথে মুশফিকের ভুল বোঝাবুঝি হয়েছিলো। মুশফিকও কষ্ট পেয়েছিলো। এটার ব্যাপারে আমরা গভর্নিং কাউন্সিল থেকে একটি চিঠি দিয়েছিলাম। আমাদের চিঠির উত্তরও সে দিয়েছে। বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে।’