কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যালারিতে বসেও জুয়া খেলেন জুয়াড়িরা। ছবি: প্রিয়.কম

বিপিএলে জুয়া: ৭৭ জুয়াড়ি আটক

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৭, ১৯:২৫
আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৯:২৫

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ চলাকালীন মাঠে বসে জুয়া খেলার দায়ে এখন পর্যন্ত ৭৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। এদের সবাইকে পুলিশে সোপর্দ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব নিরাপত্তা দল। ৭৭ জনের মধ্যে ১০ জন জুয়াড়ি ভারতীয়। আছেন দুইজন পাকিস্তানিও। বাকি ৬৫ জন জুয়াড়ি বাংলাদেশি।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

জুয়াড়িদের প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বেটিং বা জুয়া বন্ধে সরাসরি কিছু করার নেই বিসিবির। তবে আমরা দর্শকদের সচেতন করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমাদের নিজস্ব নিরাপত্তা দল স্টেডিয়াম এলাকায় যে কোনও ধরনের জুয়া প্রতিরোধে তৎপর রয়েছে। তাদের তৎপরতাতেই এখন পর্যন্ত আমরা ৭৭ জনকে স্টেডিয়াম থেকে বের করে দিয়েছি।’

তবে এই তৎপরতা মাঠ পর্যন্তই থাকছে। মাঠের বাইরে জুয়া হলে সেখানে বিসিবির কিছু করারও থাকে না। যে কারণে মল্লিক বলছেন, ‘মাঠের বাইরে, পুরো দেশে তো আমরা জুয়া নিয়ন্ত্রণ করতে পারব না। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমরা মাঠের স্কোরবোর্ডে জুয়া নিয়ে সচেতনতামূলক কথা প্রচার করছি। এর বাইরে আমাদের আসলে খুব বেশি কিছু করার নেই।’ 

বিপিএলের গত আসরেও জুয়া খেলে বেশ কয়েকজন জুয়াড়ি আটক হয়েছিলেন। তবে এবার সংখ্যাটা বেশি। কারণ এবার বিপিএল শুরুর বেশ আগে থেকেই এ বিষয়ে কড়া নজর রেখেছে বিসিবি। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জুয়া প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে তারা। কিন্তু তাতেও থামছে জুয়াড়িদের দৌরাত্ম্য। কারণ মাঠে বসে জুয়া খেলে ৭৭ জন ধরা পড়লেও ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সংস্থার মাধমে জুয়ায় অংশ নেওয়া জুয়াড়ির সংখ্যা অনেক বেশি।